বুধবার, ৭ জুন ২০২৩
মোক্তার হোসেন নিজস্ব প্রতিবেদক, খুলনাঃ
খুলনার কয়রায় দৈনিক খুলনা টাইমস এর ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী ও ৫ম বর্ষে পদার্পণ উপলক্ষে আজ কয়রা রিপোর্টার্স ইউনিট কার্যালয়ে আলোচনা সভা ও কেক কাটা হয় ।
অনুষ্ঠানে রিপোর্টার্স ইউনিটের সভাপতি ওবায়দুল কবির সম্রাটের সভাপতিত্বে প্রধান সম্পাদক ও দৈনিক খুলনা টাইমসের কয়রা প্রতিনিধি শেখ জহুরুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা –৬ সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু ।এ সময় তিনি বলেন, সংবাদপত্র সমাজের দর্পণ। খুলনা টাইমস সে, দর্পণ হিসেবে যথাযথ দায়িত্ব পালন করে যাচ্ছে।
উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার যে লক্ষ্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার স্থির করেছে, সে ক্ষেত্রে অনবদ্য ভূমিকা রাখছে সংবাদপত্র ।তিনি আরো বলেন , পত্রিকার উদ্দেশ্য হচ্ছে সকল মানুষের কাছে সঠিক তথ্য সরবরাহের মাধ্যমে দেশের সুশাসন, ন্যায় বিচার, ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে পত্রিকার অগ্রযাত্রা ।তিনি এ সময় দৈনিক খুলনা টাইমস পত্রিকার সম্পাদক ,সহ-সম্পাদক ,প্রকাশক ও পত্রিকার সঙ্গে জড়িত সকল প্রতিনিধিকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অধ্যক্ষ চয়ন কুমার রায়, আদৃশ আদিত্য মন্ডল, কয়রা সদর ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম বাহারুল ইসলাম ,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক এডভোকেট মোশারফ হোসেন, আওয়ামী লীগ নেতা হারুন অর রশিদ ,মাস্টার খায়রুল আলম, ইউপি চেয়ারম্যান আছের আলি মোড়ল ,শ্রমিকলীগ সভাপতি মাস্টার আব্দুল হালিম ,যুবলীগ নেতা এডভোকেট আরাফাত হোসেন,রবিউল ইসলাম, এবং হুমায়ুন কবির নিউটন প্রমুখ।