খুলনার কয়রায়,পেশা ভিত্তিক বৈষম্য প্রতিরোধে দলিত জনগোষ্ঠীর মানববন্ধন - Pallibarta.com

সোমবার, ২ অক্টোবর ২০২৩

খুলনার কয়রায়,পেশা ভিত্তিক বৈষম্য প্রতিরোধে দলিত জনগোষ্ঠীর মানববন্ধন

খুলনার কয়রায়,পেশা ভিত্তিক বৈষম্য প্রতিরোধে দলিত জনগোষ্ঠীর মানববন্ধন।

মোক্তার হোসেন, খুলনা প্রতিবেদকঃ

খুলনার কয়রা উপজেলায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে দলিত জনগোষ্ঠীর অধিকার ও জাতীয় সংসদে সংখ্যানুপাতে দলিত জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব নিশ্চিত করতে মানববন্ধন করেছে বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন কয়রা উপজেলা শাখা।

আজ শনিবার দুপুর ১২ টায় উপজেলার মধুর মোড়ে কয়রা প্রেসক্লাবের সামনে উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক প্রদীপ মন্ডলের সঞ্চালনায় ঘন্টা ব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে প্রধান অতিথি বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলনের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক নিশিত রঞ্জন মিস্ত্রী বলেন,দলিত গোষ্ঠী কে সমাজের মূলধারা থেকে দূরে রাখা হয়েছে। রাষ্ট্র ও সমাজের ব্যর্থতার কারণে আমরা তাদের সমতা নিশ্চিত করতে পারিনি।

এতো বড় জনগোষ্ঠীকে পিছনে রেখে দেশ এগুতে পারে না। রাষ্ট্র পরিচালনায় যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের বিষয়টি নিয়ে অবশ্যই ভাবতে হবে। দলিতদেরও নিজেদের সমস্যা সমাধানে কণ্ঠ জোরালো করতে হবে।পৃথিবীর অন্যান্য রাষ্ট্রে দলিত সম্প্রদায়ের মানুষের জন্য সংসদে সংরক্ষিত আসন রয়েছে। আমরা সংসদে দলিত জনগোষ্ঠীর অধিকার ও জাতীয় সংসদে সংখ্যানুপাতে দলিত জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব নিশ্চিত করতে দাবি জানাই।

এ সময় মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন কপোতাক্ষ মহাবিদ্যালয় অধ্যক্ষ অদ্রিস আদিত্য মন্ডল, কয়রা প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ,কয়রা সাংবাদিক ফোরামের সভাপতি তারিক লিটু,কালিকাপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৃজিত রায়,দেবদাস মন্ডল,হরেন্দ্রনাথ মন্ডল সহ আরো অনেকে।

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১