ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে নেতাকর্মীদের আহ্বান ফখরুলের - Pallibarta.com

মঙ্গলবার, ৬ জুন ২০২৩

ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে নেতাকর্মীদের আহ্বান ফখরুলের

পৈতৃক সম্পত্তি বিক্রি করে রাজনীতি করি: মির্জা ফখরুল

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের মুখোমুখি উপকূলীয় অঞ্চলের মানুষকে নিরাপদে স্থানে আশ্রয় নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় বিএনপি মহাসচিবের বরাত দিয়ে দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

দলীয় নেতাকর্মীদের আহ্বান জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ঘূর্ণিঝড় পরবর্তী ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকতে এবং তাদের সহযোগিতা করতে আমি বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর স্থানীয় কমিটিগুলোকে আহ্বান জানাচ্ছি।

ঘূর্ণিঝড় আঘাত হানার পর ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সামগ্রিক সহযোগিতা করতে নেতাকর্মীদের আহ্বান জানান বিএনপি মহাসচিব। একইসঙ্গে উপকূলীয় অঞ্চলের মানুষকে ধৈর্য ধরে নিরাপদ আশ্রয়ে থাকার আহ্বান জানান তিনি।

সর্বশেষ খবর অনুযায়ী, উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় সিত্রাং। সোমবার সন্ধ্যার পর খেপুপাড়া, ভোলা, বরিশাল উপকূলে সিত্রাংয়ের অগ্রভাগ আঘাত হেনেছে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের উপ-পরিচালক মো. ছানাউল হক মণ্ডল।

তিনি বলেন, ভোরের মধ্যেই বাংলাদেশ উপকূল অতিক্রম করবে ঘূর্ণিঝড় সিত্রাং। তবে মধ্যরাতের মধ্যে ঘূর্ণিঝড় সিত্রাং সম্পূর্ণ শক্তি নিয়ে ভোলা জেলার পাশ দিয়ে বরিশাল ও চট্টগ্রাম উপকূল অতিক্রম করবে। এরপর ভোরে শেষ শক্তি দিয়ে আঘাত করে দুর্বল হয়ে বিদায় নেবে। তবে এর প্রভাবে মঙ্গলবার (২৫ অক্টোবর) দুপুর পর্যন্ত সারা দেশে বৃষ্টিপাত অব্যাহত থাকবে।

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০