সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩
আবু সাঈদ শাকিল, কোম্পানীগঞ্জ প্রতিনিধিঃ
নোয়াখালীর কোম্পানীগঞ্জে ওয়ার্কসপ সমবায় সমিতি লিমিটেডের কার্যকরী কমিটির নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন সাইফ উদ্দিন বাচ্চু,সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দৈনিক খবরপত্র পত্রিকার কোম্পানীগঞ্জ উপজেলা প্রতিনিধি সিরাজ উল্যাহ।
শনিবার বিকাল ৩টায় নির্বাচন শেষে কোম্পানীগঞ্জ উপজেলা সমবায় কর্মকর্তা সোহরাব হোসেন বিজয়ীদের নাম ঘোষণা করেন।
সভাপতি বাচ্চু বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃতীয় বারের মত নির্বাচিত হয়েছেন। সাধারণ পদে তৃতীয় বারের মত প্রতিদ্বন্দ্বী মোঃ হেলাল উদ্দিনকে ৪০ ভোটে পরাজিত করে ৭০ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সিরাজ উল্যাহ। সহ-সভাপতি পদে মোশারফ হোসেন বিনাপ্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন। এছাড়া ও ৬ ওয়ার্ডে ৬ জন পরিচালক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।