কোম্পানীগঞ্জে বন্য কুকুরের আক্রমনে ১৭৫টি বেড়ার মৃত্যু - Pallibarta.com

সোমবার, ২ অক্টোবর ২০২৩

কোম্পানীগঞ্জে বন্য কুকুরের আক্রমনে ১৭৫টি বেড়ার মৃত্যু

আবু সাঈদ শাকিল, কোম্পানীগঞ্জ প্রতিনিধিঃ

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নে বন্য কুকুরের কামড়ে ১৭৫টি বেড়ার মৃত্যু হয়েছে।

১৫ই ডিসেম্বর দিবাগত রাতে আনুমানিক ০৯ঃ০০ ঘটিকায় অত্র উপজেলার ৭নং মুছাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম চৌধুরী শাহীনের ভেড়ার খামারে বন্য কুকুর আক্রমণ করে, এতে তার নিজের ১৪৮ টি, খানের ২১ টি এবং মিজানুর রহমান চৌধুরীর ৬ টি সহ মোট ১৭৫ টি ভেড়ার মৃত্যু হয়। ঘটনাটি ঘটে কোম্পানীগঞ্জ ও সোনাগাজীর সীমান্তবর্তী আবুইল্যার চর এলাকায়।

কোম্পানীগঞ্জ উপজেলা প্রাণীসম্পদ অফিসের ভেটেরিনারি চিকিৎসক মোঃ এনায়েত উল্যাহ বলেন, আমি বেড়া গুলো দেখে খামারীদের সাথে কথা বলে আসছি। এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ১৮ লক্ষ টাকা।

উল্লেখ্য যে নজরুল ইসলাম চৌধুরী শাহীন কৃষি গবেষণা ফান্ড (KGF) কতৃক ঘোষিত একজন সফল খামারী। এ ব্যাপারে জানতে খামার মালিক নজরুল ইসলাম বলেন, নোয়াখালীর দক্ষিন চরাঞ্চলে এটি স্মরণীয় একটি প্রাণী ট্রাজেডি। মালিকবিহীন কুকুর গুলো লোশন করে গবাদি পশু গুলোকে রক্ষা করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি এবং খামারটি পুনরায় চালু করতে জেলা প্রশাসক ও উপজেলা প্রাণীসম্পদ অফিসের মাধ্যমে আমরা সরকারী সহযোগিতা কামনা করছি।

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১