কোম্পানীগঞ্জে ফসলি জমির মাটি কাটার দায়ে ১ লক্ষ টাকা জরিমানা - Pallibarta.com

মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩

কোম্পানীগঞ্জে ফসলি জমির মাটি কাটার দায়ে ১ লক্ষ টাকা জরিমানা

কোম্পানীগঞ্জে ফসলি জমির মাটি কাটার দায়ে ১ লক্ষ টাকা জরিমানা

আবু সাঈদ শাকিল, কোম্পানীগঞ্জ প্রতিনিধিঃ

নোয়াখালী কোম্পানীগঞ্জে উর্বর ফসলি জমির মাটি কাটে দায়ে ১ লক্ষ টাকা জরিমানা আদায় করেন, উপজেলা নির্বাহী অফিসার মেজবা উল আলম ভূঁইয়া।

উপজেলার চরপার্বতী ইউনিয়নে কৃষি জমির মাটি কাটার আভিযোগে রাজু নামের এক ব্যক্তিকে ১ লক্ষ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার বিকেলে অভিযান পরিচালনা করে এ জারিমানা করা করেন, কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পিয়াস চন্দ্র দাস।

জানা গেছে, অভিযুক্ত ব্যক্তি এক্সেভেটর দিয়ে আবাদি জমির মাটি কেটে ড্রাম ট্রাকে করে অন্যত্রে নিয়ে যাচ্ছেন। এসময় রাজু নামের ওই ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এ এক লাখ টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও ) মেজবা উল আলম ভূঁইয়া বলেন, কৃষি জমির টপসয়েল কর্তন আমাদের খাদ্য উৎপাদনকে চ্যালেঞ্জের মুখে ফেলবে।কৃষি জমি সুরক্ষা ও অনাবাদি জমি আবাদের বিষয়ে জেলা প্রশাসক স্যারের সুনির্দিষ্ট নির্দেশনা রয়েছে। সে মোতাবেক গতকালও পুরো উপজেলায় কঠোর নির্দেশনা দেয়া হয়েছে। তারই অংশ হিসেবে কৃষি জমির টপসয়েল কর্তনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযান অব্যাহত থাকবে।

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১