সোমবার, ২ অক্টোবর ২০২৩
আবু সাঈদ শাকিল, কোম্পানীগঞ্জ প্রতিনিধিঃ
নোয়াখালীর কোম্পানীগঞ্জে,সুবিধাবঞ্চিত পথশিশুদের মাঝে শীতের পোশাক বিতরণ করেছে পথশিশু কল্যান ফাউন্ডেশন।
বুধবার সকালে উপজেলার বসুরহাট বাজারের বিভিন্ন এলাকায় পথশিশুদের মাঝে শীতের পোশাক বিতরণের সময় উপস্থিত ছিলেন পথশিশু কল্যান ফাউন্ডেশন নোয়াখালী জেলা শাখার সভাপতি তাজিরুল ইসলাম, সমাজ কল্যাণ সম্পাদক আজিজ ইমরান সাবেক সহ আইটি এন্ড মিডিয়া সমন্বয়ক আশ্রাফ নিলয় সাংবাদিক ইমাম হোসেন খাঁন,নুর নবী রাকিব,আবু সাঈদ শাকিলসহ সংগঠনের সদস্যবৃন্দ।
পথশিশুদের মাঝে শীতের পোশাক বিতরণের সময় পথশিশু কল্যান ফাউন্ডেশন নোয়াখালী জেলা শাখার সভাপতি তাজিরুল ইসলাম বলেন সুবিধা বঞ্চিত পথশিশুদের পাশে দাঁড়ানো সামর্থ্যবানদের আবশ্যকীয় কর্তব্য।উপদেষ্টা মন্ডলীসহ যারা এই শীতের পোশাক বিতরণে সহায়তা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানান।