রবিবার, ৪ জুন ২০২৩
আবু সাঈদ শাকিল
কোম্পানীগঞ্জ প্রতিনিধি
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় নারী ও শিশু নির্যাতন মামলার ওয়ারেন্টভুক্ত আসামী আবদুল গফুরকে(৫৫)গ্রেফতার করেছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ।
এলাকাবাসী ও থানা সুত্রে জানা যায় বুধবার রাত ২ টায় কোম্পানীগঞ্জ থানার এস,আই আশরাফুল এর নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তি উপজেলার চরহাজারী ইউনিয়নের ২নং ওয়ার্ডের মজিব উল্যাহ ড্রাইভার এর বাড়ীর আসামীর বশত ঘর থেকে আসামীকে গ্রেফতার করা হয়। আসামী ঐ বাড়ীর মৃত ওজি উল্যাহর ছেলে।
আবদুল গফুর এর বিরুদ্ধে এলাকায় মাদক ব্যবসার অভিযোগ পাওয়া গেছে। ২০১৭ সালে তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করা হয়।মামলা নং ২৭৬। এ ব্যাপারে কোম্পানীগঞ্জ থানার এস,আই আশরাফুল জানান আসামীকে গ্রেফতার করে আজ আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে।