সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩
আবু সাঈদ শাকিল, কোম্পানীগঞ্জ প্রতিনিধিঃ
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুরে,আগামী ১ মার্চ ২০২৩ তারিখ হতে মুছাপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ওয়ার্ড কমিটির সম্মেলন সফল করার লক্ষ্যে,ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে প্রস্তুুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকাল ৫ টার সময় উপজেলার মুছাপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে,মুছাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জসিম উদ্দিন বাবরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ ফরিদের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রস্তুুতি সভায় বিশেষ অতিথি ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাদল। উপস্থিত ছিলেন মুছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ুব আলী,সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম চৌধুরী শাহীন,উপজেলা আওয়ামী লীগের সদস্য আবদুল্যাহ আল মামুন,মুছাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুর রহিম বাবুল,যুগ্ন সম্পাদক গোলাম ছারওয়ার,মুছাপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আহছান উল্যাহ ভুট্টু,মুছাপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন বাবলু,রংমালা আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আজিজুল হক দুলাল,মুছাপুর ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সভাপতি আবুল মোবারক,সাধারণ সম্পাদক আলাউদ্দিন খোকন,মুছাপুর ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি রিয়াদ,সাধারণ সম্পাদক রাকিব প্রমূখ।