সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩
১নং ওয়ার্ডর ৬০ ঘড় এলাকায় বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেনীর শিক্ষার্থী তানিয়া ঘড়ের দরজা বন্ধ করে ওড়না পেচিঁয়ে গলায় ফাস দিয়ে আত্মহত্যা করেছে। সোমবার বলা ১২ টায় এই ঘটনা ঘটে। তানিয়ার বাবা কবির হাওলাদার পেশায় একজন অটো চালক।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানাযায়, ঐ শিক্ষার্থী তানিয়া মায়ের সাথে অভিমান করে গলায় ওড়না পেচিয়ে এ আত্মহত্যা করতে পারে বলে এলাকা বাসীর ধারনা।
মহিপুর থানার ওসি খন্দকার মো. আবুল খায়ের ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, হত্যা না আত্মহত্যা তা ময়না তদন্তের পর বলা যাবে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে।