কুড়িগ্রামে ইয়াবা হেরোইন ও নগদ অর্থসহ ৯ মামলার আসামী গ্রেফতার - Pallibarta.com

মঙ্গলবার, ৬ জুন ২০২৩

কুড়িগ্রামে ইয়াবা হেরোইন ও নগদ অর্থসহ ৯ মামলার আসামী গ্রেফতার

কুড়িগ্রামে ইয়াবা হেরোইন ও নগদ অর্থসহ ৯ মামলার আসামী গ্রেফতার

কুড়িগ্রাম সংবাদদাতাঃ

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় ইয়াবা, হেরোইন ও নগদ অর্থসহ নয়টি মামলার আসামী রেজাউল করিম রাজু (৪১) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত রাজু উপজেলার বদিজামালপুর কানিপাড়া গ্রামের নুর উদ্দিনের ছেলে।

রাজুর বিরুদ্ধে করা ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপির) ভাটারা থানায় ০৯ টি মাদক মামলা আদালতে বিচারাধীন রয়েছে ।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (১১ জানুয়ারি) গভীর রাতে নাগেশ্বরী থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে পৌরসভার বলদীটারী পাড়া এলাকার একটি ফাঁকা জায়গা থেকে মাদক কারবারি রেজাউল করিম রাজুকে গ্রেফতার করে। এসময় তার নিকট ১৩৭ পিস ইয়াবা, ০৫ গ্রাম হেরোইন এবং মাদক বিক্রয়ের নগদ অর্থ জব্দ করা হয়।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রুহুল আমীন বলেন, “কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।”

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০