কুলিয়ারচরে মাঠ পর্যায়ে স্বাস্থ্যকর্মীদের মাঝে ল্যাপটপ, পিডিএ ও মোবাইল ফোন বিতরণ - Pallibarta.com

শুক্রবার, ২ জুন ২০২৩

কুলিয়ারচরে মাঠ পর্যায়ে স্বাস্থ্যকর্মীদের মাঝে ল্যাপটপ, পিডিএ ও মোবাইল ফোন বিতরণ

কুলিয়ারচরে মাঠ পর্যায়ে স্বাস্থ্যকর্মীদের মাঝে ল্যাপটপ, পিডিএ ও মোবাইল ফোন বিতরণ

আলি হায়দার, কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের কুলিয়ারচরে “সেবা নিন, সুস্থ থাকুন” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে, ডিজিটাল সেবা দানের লক্ষ্যে মাঠ পর্যায়ে স্বাস্থ্যকর্মীদের ল্যাপটপ, পিডিএ ও আন্তঃ বিভাগের জন্য মোবাইল ফোন বিতরণ করা হয়েছে।

সোমবার (৫ ডিসেম্বর) বিকাল তিনটায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে এসব ডিজিটাল উপকরণ বিতরণ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুলিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম লুনা, উপজেলা প্যানেল চেয়ারম্যান সৈয়দ নূরে আলম, কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ গোলাম মোস্তফা, উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা আদনান আখতার, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ড জিল্লুর রহমান, স্বাস্থ্য কমপ্লেক্স স্টাফ, মাঠ পর্যায়ে স্বাস্থ্যকর্মী এবং সাংবাদিকবৃন্দ।

আলোচনা শেষে উপজেলার দশটি কমিউনিটি ক্লিনিক প্রোভাইডরকে দশটি অত্যাধুনিক ল্যাপটপ, ১৫ জন মাঠ কর্মীদের মাঝে ১৫টি পিডিএ এবং একটি মোবাইল ফোন সম্পূর্ণ বিনামূল্যে বিতরণ করা হয়।

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০