কুলিয়ারচরে আগুনে পুড়লো ৭ দোকান, ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি - Pallibarta.com

সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩

কুলিয়ারচরে আগুনে পুড়লো ৭ দোকান, ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

আলি হায়দার, কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

কিশোরগঞ্জের কুলিয়ারচর আনন্দ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। এতে ৭টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক ১০টার দিকে কুলিয়ারচর ফরিদপুর ইউনিয়নের আনন্দ বাজারের হাজী মোহাম্মদ গোলাপ মিয়া ও নয়ন মিয়া মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে কুলিয়ারচর ফায়ার সার্ভিস ও নরসিংদী বেলাব উপজেলার ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায় দুটি মার্কেটের সাতটি দোকান ।

এ ঘটনায় দুইটি মুদি, একটি ফার্মেসি, একটি ইলেকট্রনিক, একটি কাঁচামাল, একটি জুতা ও একটি স্বর্ণের পুড়ে ছাই হয়ে যায়। এতে দোকান মালিক ও ব্যাবসায়ীদের ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান, ফরিদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এস এম আজিজ উল্লাহ্। তিনি বলেন, দ্রুত ফায়ার সার্ভিস চলে আসায় এবং কয়েকটি দোকানের মূল্যবান কিছু মালামাল কিছু সড়িয়ে নিতে পারায় ক্ষয়ক্ষতি কম হয়েছে।

কুলিয়ারচর ফায়ার সার্ভিস স্টেশন মাস্টার রকিব উদ্দিন ভূইয়া বলেন, খবর পেয়ে সাথে সাথে ঘটনা স্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করি, এতে নরসিংদী বেলাব উপজেলার একটি ফায়ার সার্ভিস ইউনিট আমাদের সাথে যুক্ত হয়ে আগুন নিয়ন্ত্রণ করে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে।

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০