Pallibarta.com | কুমিল্লায় ট্রাকের ধাক্কায় ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি নিহত - Pallibarta.com কুমিল্লায় ট্রাকের ধাক্কায় ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি নিহত - Pallibarta.com

বুধবার, ২২ সেপ্টেম্বর ২০২১

কুমিল্লায় ট্রাকের ধাক্কায় ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি নিহত

কুমিল্লায় ট্রাকের ধাক্কায় ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি নিহত

কুমিল্লায় ট্রাকের ধাক্কায় ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি নিহত ।
মোটরসাইকেলে ট্রাকের ধাক্কায় কুমিল্লা মহানগর ২২ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি শামসুল আলম রিপন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুই মোটরসাইকেল আরোহী।

রোববার (১২ সেপ্টেম্বর) রাত ৯টায় কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী জোড়কানন লালবাগ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
ছাত্রলীগ নেতা শামসুল আলম রিপন কুমিল্লার ২২ নম্বর ওয়ার্ডের শ্রীমন্তপুর গ্রামে রেশমত আলীর ছেলে।

দুর্ঘটনার বিষয় নিশ্চিত করে সদর দক্ষিণ থানার ওসি দেবাশীষ চৌধুরী বলেন, ঢাকাগামী একটি ট্রাক পেছন থেকে মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে ছাত্রলীগ নেতা রিপনসহ তিন আরোহী মহাসড়কে ছিটকে পড়ে। ঘটনাস্থলে রিপন মারা যায়।

তিনি আরও জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়। ধাক্কা দেওয়া ট্রাকটি নিয়ে চালক পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি।

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০