কুড়িগ্রামে শব্দ দূষণ দায়ে ভ্রাম্যমান আদালতে ৭টি পরিবহনকে জরিমানা এবং ১২টি হাইড্রোলিক হর্ণ জব্দ - Pallibarta.com

সোমবার, ২ অক্টোবর ২০২৩

কুড়িগ্রামে শব্দ দূষণ দায়ে ভ্রাম্যমান আদালতে ৭টি পরিবহনকে জরিমানা এবং ১২টি হাইড্রোলিক হর্ণ জব্দ

কুড়িগ্রামে শব্দ দূষণ দায়ে ভ্রাম্যমান আদালতে ৭টি পরিবহনকে জরিমানা এবং ১২টি হাইড্রোলিক হর্ণ জব্দ

কুড়িগ্রাম সংবাদদাতাঃ

কুড়িগ্রামে পরিবেশ দূষণের দায়ে ৭টপ পরিবহনকে জরিমানা ও ১২টি হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়েছে।

বুধবার (২১ ডিসেম্বর) পরিবেশ অধিদপ্তর কুড়িগ্রাম জেলা কার্যালয়ের উদ্যোগে কুড়িগ্রাম সদরের ধরলা সেতু সংলগ্ন কুড়িগ্রাম-ভুরুঙ্গামারী মহাসড়কে শব্দ দূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা -২০০৬ অনুসারে এক ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

এ সময় মানমাত্রার অতিরিক্ত শব্দ সৃষ্টি করায় ও যানবাহনে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন ব্যবহার করায় ০৭ টি পরিবহনকে ৬ হাজার পাঁচশত টাকা জরিমানা এবং ১২টি হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়। এসময় অহেতুক হর্ণ বাজানো বা উচ্চ শব্দ তৈরি থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের মাঝে সচেতনতামূলক প্রচারনা চালানো এবং যানবাহনে শব্দদূষণ বিরোধী বিভিন্ন স্টিকার সংযুক্ত করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনায় বিচারকের দায়িত্ব পালন করেন- কুড়িগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াজেদ ওয়াসীফ এবং প্রসিকিউশন প্রদান করেন কুড়িগ্রাম পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম ।

শব্দ দূষণ নিয়ন্ত্রণে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন কুড়িগ্রাম পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক রেজাউল করিম।

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১