কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে ১৪টি সোনার বারসহ যুবক আটক - Pallibarta.com

রবিবার, ৪ জুন ২০২৩

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে ১৪টি সোনার বারসহ যুবক আটক

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে ১৪টি সোনার বারসহ যুবক আটক

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে ১৪টি সোনার বারসহ এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (৫ মে) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কাশিপুর ইউনিয়নের পশ্চিম ধর্মপুর সীমান্ত থেকে এসব সোনা উদ্ধার ও তাকে আটক করা হয়।

আটক যুবকের নাম রবিউল ইসলাম (৩৩)। তিনি উপজেলার কাশিপুর ইউনিয়নের ধর্মপুর এলাকার মজিবর রহমানের ছেলে বলে জানা গেছে।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর সাড়ে ১২টার দিকে ওই সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলার ৯৪৩ এর পাশ থেকে ১৪টি সোনার বারসহ তাকে হাতেনাতে আটক করে। পরে বিজিবির সদস্যরা তাকে কাশিপুর ক্যাম্পে নিয়ে আসে।

লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোফাজ্জাল হোসেন আখন্দ বলেন, সোনার বারগুলো ওজন করে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানা‌নো হবে।

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০