কিশোরগঞ্জে আমিরুল হক হত্যা মামলায় ১ জনের ফাঁসি ৬ জনের যাবজ্জীবন - Pallibarta.com

শনিবার, ২ ডিসেম্বর ২০২৩

কিশোরগঞ্জে আমিরুল হক হত্যা মামলায় ১ জনের ফাঁসি ৬ জনের যাবজ্জীবন

কিশোরগঞ্জে আমিরুল হক হত্যা মামলায় ১ জনের ফাঁসি ৬ জনের যাবজ্জীবন

আল-মামুন খান, নিজস্ব প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের বাজিতপুরে কৃষক আমিরুল হক হত্যা মামলায় আদালত ১ জনের ফাঁসি ও ৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন। এছাড়াও যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ডেরও রায় দেয় আদালত।

মঙ্গলবার কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. জান্নাতুল ফেরদৌস ইবনে হক এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত এক আসামি ছাড়া বাকিরা সবাই আদালতে উপস্থিত ছিলেন।

ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি হলেন, কুদ্দুস মিয়া (৫২)। ৬ জন যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামিরা হলেন, কুদ্দুস মিয়ার বড় দুই ভাই আবুল কালাম (৬২) ও ধলু মিয়া (৫৭), ধলু মিয়ার ছেলে ফুকন মিয়া (৩২), একই এলাকার মুকুল মিয়া (৫৫) ও তার ছেলে নিকুল মিয়া (৩৫), সোনাহর (৫৭)।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, জমি সংক্রান্ত বিরোধের জেরে ২০১৫ সালের ১০ অক্টোবর রাতে জেলার বাজিতপুর উপজেলার পশ্চিম কুতুবপুরের নিজ বাড়িতে কৃষক আমিরুল হককে পিটিয়ে ও দেশীয় অস্ত্র দিয়ে হত্যা করে পালিয়ে যায় আসামিরা। এ ঘটনার পরদিন ১১ অক্টোবর কৃষক আমিরুল হকের বড় ছেলে মো. শরীফ মিয়া বাদী হয়ে সাতজনকে আসামি করে বাজিতপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ২০১৬ সালে ১ মার্চ কিশোরগঞ্জ সিআইডির পুলিশ পরিদর্শক শহীদুল ইসলাম খান সাতজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ শুনানি শেষে ও আইনের সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করে মঙ্গলবার এ রায় ঘোষণা করেন আদালত।

মামলাটির পরিচালনার দায়িত্বে ছিলেন রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর (ভারপ্রাপ্ত) আইনজীবী আবু সাঈদ ইমাম এবং আসামিপক্ষে ছিলেন আইনজীবী আহসান হাবীব সজীব।

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১