কিশোরগঞ্জের তাড়াইলে দ্রুত গতিতে বেড়ে চলছে ভাড়ায় চালিত মোটর বাইকের সংখ্যা - Pallibarta.com

রবিবার, ৪ জুন ২০২৩

কিশোরগঞ্জের তাড়াইলে দ্রুত গতিতে বেড়ে চলছে ভাড়ায় চালিত মোটর বাইকের সংখ্যা

কিশোরগঞ্জের তাড়াইলে দ্রুত গতিতে বেড়ে চলছে ভাড়ায় চালিত মোটর বাইকের সংখ্যা

আল-মামুন খান, নিজস্ব প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় দ্রুত গতিতে বেড়ে চলছে ভাড়ায় চালিত মোটর বাইক চালকের সংখ্যা। কেউ নিজের বাইকে ভাড়া মারেন কেউবা আবার অন্যের বাইক ৩শ টাকায় রোজ হিসেবে ভাড়া এনে চালক হয়ে ভাড়া মারেন। উপজেলায় এরকম দুইটি ভাড়ায় চালিত বাইক স্ট্যান্ড আছে। একটি থানার মোড়ে ৮৩জন সদস্যের স্ট্যান্ড। অন্যটি বাঁশ মহালের মোড়। ওখানে প্রায় ১শ জনের স্ট্যান্ড। সব মিলিয়ে উপজেলায় ভাড়ায় বাইক চালান প্রায় দুই’শ জন।

তাড়াইল থানার মোড় থেকে নিজ জেলা কিশোরগঞ্জ সদর, করিমগঞ্জ, ইটনা, মিঠামইন, অষ্টগ্রাম, ময়মনসিংহ জেলার নান্দাইল, ঈশ্বরগঞ্জ, গৌরিপুর, আঠারবাড়ি, নেত্রকোণা জেলার কেন্দুয়া, মদন, আটপাড়া সহ দেশের বিভিন্ন প্রান্তে ভাড়ায় চলাচল করেন বাইক চালকরা। একটি বাইকে চালক ব্যাতীত একজন আরোহী নেয়ার কথা থাকলেও কোনো সময় দুইজন, কখনো কখনো তিনজনকে নিয়েও ছুটে চলতে দেখা যায় বাইক চালকদের। প্রায় ৮০ভাগের মতো চালকদের নেই প্রশিক্ষণ, নেই ড্রাইভিং লাইসেন্স। তাই হর-হামেশাই ঘটছে দূর্ঘটনা। এমনকি এসব দূর্ঘটনায় মানুষ মারা যাওয়ার তথ্যও পাওয়া যায়। অথচ থানার গেইট সংলগ্ন বাইকের স্ট্যান্ড বসিয়ে দিব্যি ভাড়ায় চালাচ্ছেন বাইক। নেই প্রশাসনের কোনো নজরদারি।

উপজেলার দিগদাইড় ইউনিয়নের বরুহা গ্রামের বাইক চালক সোলাইমান। বাঁশ মহালের মোড় থেকেই ভাড়ায় লোক টানেন। তার সাথে কথা হলে তিনি জানান, দুই বছর ওমানে ছিলাম। সারদিন হারভাঙা খাটুনিতে যা মাইনে পেতাম তা ছিল প্রয়োজনের তুলনায় খুবই অল্প। একবছর হলো ওমান থেকে দেশে ফিরে ভাড়ায় বাইক চালাচ্ছি। পরিবারের লোকজনদের দেখাশুনাও করতে পারছি এবং সারাদিনে যা ইনকাম করি তা কোনো অংশেই বিদেশ থেকে কম নয়। কতজন ড্রাইভারের লাইসেন্স আছে জানতে চাইলে সোলাইমান জানান, আট-দশ জন ব্যাতীত কারও লাইসেন্স নাই। কারণ জানতে চাইলে তিনি বলেন, এখানে অনেকেই আছেন যারা প্রায় পাঁচ বছর যাবত ভাড়ায় বাইক চালাচ্ছেন। অথচ লেখাপড়া খুব একটা জানেন না। তাই লিখিত পরীক্ষার ভয়ে কেউ লাইসেন্স করার ইচ্ছে থাকলেও সেদিকে পা বাড়ান না।

মোটর বাইক চালক শ্যামল সরকার জানান, প্রায় ১৫বছর যাবৎ ভাড়ায় বাইক চালাই। আগে অন্যের মোটর বাইক ভাড়ায় চালাতাম। তখন হাতে গুনা কয়েকজন ছিলাম এ পেশায়। তখন ইনকাম ভালোই হতো। সেই ইনকামের টাকায় নিজেই দুটি মোটর বাইক কিনতে সক্ষম হয়েছি। একটি বাইক নিজে চালাই ও আরেকটি অন্যের কাছে ভাড়া দিয়েছি। তিনি বলেন, বিআরটিএ থেকে যদি স্বল্প টাকায় লিখিত পরীক্ষা ছাড়া ড্রাইভিং লাইসেন্স দিতো তবে আমাদের এ পেশার লোকদের খুব উপকার হতো।

সরেজমিনে খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার প্রায় ২শ মোটর বাইক ভাড়ায় চলে। আগে যে যেভাবে পারে চলতো। এখন মোটর বাইক চালক সমিতি হয়েছে। তাই নিয়ম করে সিরিয়াল অনুযায়ী যেতে হয় বিধায় অনেক সময় রাত হয়ে যায়। পালা করে টালী খাতায় নাম লেখেন সমিতির সদস্যরা। খদ্দেরদের সাথে দাম কষাকষি করে গন্তব্যে পৌঁছে দেন বাইক চালকরা।

তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, ভাড়ায় চালিত মোটর বাইকারদের স্ট্যান্ডের কারনে থানার মোড়ে প্রায়ই যানযট লেগে থাকে। তাছাড়া এদের বেশির ভাগ চালকেরই ড্রাইভিং লাইসেন্স নেই। সেজন্য মাঝে মাঝে মোটর বাইকের উপর আমরা অভিযান চালাই।

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০