সোমবার, ২ অক্টোবর ২০২৩
নাজমুল হাসান, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলাতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০২২ উদযাপন উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।
‘‘দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ বিশ্ব, রুখবো দুর্নীতি গড়বো দেশ ’’ এই শ্লোগানকে সামনে রেখে শুক্রবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে নয়টায় উপজেলার পাবলিক লাইব্রেরী চত্বরে মানববন্ধন করা হয়।
এরপর উপজেলা পরিষদের মিনি অডিটরিয়ামে আলোচনা সভায় কামারখন্দ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি গাজী আমিনুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়ার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়াম্যান এস এম শহিদুল্লাহ সবুজ ।
এসময় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মেরিনা সুলতানা, উপজেলা মৎস্য কর্মকর্তা সেলিম রেজা, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ফরহাদ হোসেন চৌধুরী, কৃষি সম্প্রসারণ অফিসার রাশিক আহসান, উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুর রহিম, সমবায় কর্মকর্তা দীনবন্ধু মৃধা প্রমুখ।