কাফনে কাপড় পাঠালেন রুয়েটের শিক্ষক কর্মচারী সহ ৯ জনকে - Pallibarta.com

সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩

কাফনে কাপড় পাঠালেন রুয়েটের শিক্ষক কর্মচারী সহ ৯ জনকে

কাফনে কাপড় পাঠালেন রুয়েটের শিক্ষক কর্মচারী সহ ৯ জনকে

হুমায়ুন কবীর, রাজশাহীঃ
কাফনের কাপড়ের টুকরা করে খামের ভিতরে ঢুকিয়ে রুয়েটের ৯ জন শিক্ষক কর্মচারীকে প্রাননাশের হুমকি দিয়েছে সচেতন নাগরিক সমাজ নামের একটি ঠিকানা থেকে, প্রেরকের ঠিকানায় পোস্ট কোড ১২০৯ এবং মোবাইল নাম্বার ০১৯২৭৩০১৫৮০ লিখা আছে। খাম গুলো পাবার পর থেকে প্রাণনাশের ভয়ে আতংকিত ও ভীতিগ্রস্ত হয়ে পরেছেন রুয়েটের শিক্ষক ও কর্মচারীগন।

এ বিষয়ে প্রফেসর ড. সেলিম হোসেন নিজে মতিহার থানায় একটি অভিযোগ দায়ের করেন সেখানে তিনি উল্লেখ করেন কাফনের কাপড় পাঠানোর ঘটনাটি হয়তো গত ৬ই ডিসেম্বর ২০২২ জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নের লক্ষ্যে পরিদর্শন কমিটির সাথে ঘটে যাওয়া অপ্রীতকর ও অনাকাঙ্ক্ষিত ঘটনার যোগসূত্রতা হতে পারে বলে ধারনা করা হচ্ছে। যাদের নামে কাফনের কাপড় পাঠিয়েছে তারা হলেন ড. মোঃ ফারুক হোসেন সভাপতি, রুয়েট শিক্ষক সমিতি ড. জগলুল শাহাদাত সহ-সভাপতি, রুয়েট শিক্ষক সমিতি ড. রবিউল আওয়াল সাধারণ সম্পাদক, রুয়েট শিক্ষক সমিতি এবং পরিচালক, ছাত্র কল্যান দপ্তর, রুয়েট মোঃ মামুনুর রশীদ,সহকারী পরিচালক, ছাত্র কল্যান দপ্তর, রুয়েট,ড. মোঃ সেলিম হোসেন,রেজিস্ট্রার, রুয়েট,নাজিমউদ্দীন আহমেদ কম্পোট্রোলার, রুয়েট, হারুন অর রশিদ, সহকারী প্রকৌশলী রুয়েট,রাইসুল ইসলাম রোজ, সেকশন অফিসার, রুয়েট।
প্রতিটি খামের ভিতর ২ টুকরা কাফনের কাপড় ঢুকানো ছিলো। এ নিয়ে রাজশাহী প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মচারিদের মধ্যে আত্মংক বিরাজ করছে।

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০