রবিবার, ২৬ মার্চ ২০২৩
নাজমুল হাসান, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জ সদর উপজেলার কাওয়াকোলা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের শুভ উদ্বোধন করেছেন সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না।
শনিবার (২২ অক্টোবর) সকাল ১১ ঘটিকায় নৌকা যোগে জেলা শহর থেকে এসে সংসদ সদস্য হাবিবে মিল্লাত যমুনা বৈধিত অন্যতম চরাঞ্চল কাওয়াকোলা ইউনিয়ন এর কাটেংগা এলাকায় নবনির্মিত স্বাস্থ্য কেন্দ্র চত্বরে এটির উদ্বোধন করেন।
কাওয়াকোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া মুন্সির সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠান শেষে আলোচনা সভাতেও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য হাবিবে মিল্লাত।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রিয়াজ উদ্দীন, সদর উপজেলা আ’লীগের সভাপতি এ্যাডঃ আব্দুল হাকিম, পৌর আ’লীগের সভাপতি হেলাল উদ্দীন, সম্পাদক সেলিম আহেমদ, জেলা পরিষদ সদস্য একরামুল হক, পরিবার পরিকল্পনা’র উপ পরিচালক আব্দুল্লাহেল বাকি।
এছাড়া আরও উপস্থিত ছিলেন কাওয়াকোলা ইউপি আ’লীগের সভাপতি মোঃ আব্দুল আলীম, সম্পাদক মির্জা আলী আকবর, শিয়ালকোল ইউপি চেয়ারম্যান শেখ মোঃ সেলিম রেজা, জেলা ছাত্রলীগ সভাপতি আহসান হাবিব খোকা, পৌর ছাত্রলীগের সভাপতি মতিউর রহমান মতিন, সম্পাদক রবিউল ইসলাম রুবেল।
এছাড়াও চর এলাকার প্রতিটি বাড়ির বিভিন্ন বয়সী মানুষজন, স্থানীয় জনপ্রতিনিধি, ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। স্থানীয় সংসদ সদস্যকে পেয়ে চরাঞ্চলের মানুষের মধ্যে খুশি মনোভাবের তৈরি হয়। তারা তাদের বিভিন্ন দাবি তুলে ধরেন।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সাংসদ হাবিবে মিল্লাত বলেন, চরাঞ্চল এর মানুষের জন্য ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবর কেন্দ্র এই প্রথম। এখানকার মানুষের সেবার মান্নোয়ন চলমান থাকবে। এছাড়াও তাদের যেকোনো প্রাথমিক অসুস্থতাজনিত সমস্যায় জেলা শহরে নৌকা পথ এ যাওয়ার আর প্রয়োজন পড়বে না।
উল্ল্যেখ্য, সিরাজগঞ্জ সদর উপজেলার কাওয়াকোলা ইউপি অনেকটা সুবিধাবঞ্চিত ছিল। উন্নয়নের ছোয়া ছিলনা বললেই চলে। জলপথই একমাত্র তাদের যোগাযোগ ব্যবস্থার পন্থা ছিল। তবে স্থানীয় সংসদ সদস্য হাবিবে মিল্লাত উন্নয়নের ছোয়া ধারাবাহিক রাখায় কাওয়াকোলার জনসাধারণ উন্নয়নের ছোয়াতে জীবন মানের আমূল পরিবর্তন সাধিত করতে পারছেন।