রবিবার, ২৬ মার্চ ২০২৩
মোস্তাফিজুর রহমান সুজনঃ
কলাপাড়ার সোবাহান সিকদার মডল মাধ্যমিক বিদ্যালয়র ষষ্ঠ শ্রেনির শিক্ষার্থী লামিয়া (১৩) নিজ ঘরে গলায় ফাঁস লাগানো লাশ উদ্ধার করেছে কলাপাড়া থানা পুলিশ। শনিবার রাতে টিয়াখালী ইউনিয়নের ইটবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পারিবারিক সুত্রে জানাযায়, নিহত ছাত্রী লামিয়ার বাবা মোঃ সোহাগ হাওলাদার গত আট বছর ধর ইটবাড়িয়া গ্রামে পরিবার নিয়ে একটি বাসার ইটভাটায় কাজ করে।
শনিবার ঘটনার দিন ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেচানো অবস্থায় ছাত্রী লামিয়াকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।
এ বিষয় রবিবার দুপুরে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মা. জসিম বলেন, পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশ পটুয়াখালী মর্গে প্রেরন করা হয়েছে। এ ঘটনায় রবিবার কলাপাড়া থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।