কলাপাড়ায় ৫ টি ইউপি' নির্বাচনে মাঠে থাকছেনা বিএনপি - Pallibarta.com

সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩

কলাপাড়ায় ৫ টি ইউপি’ নির্বাচনে মাঠে থাকছেনা বিএনপি

কলাপাড়ায় ৫ টি ইউপি' নির্বাচনে মাঠে থাকছেনা বিএনপি

মোস্তাফিজুর রহমান সুজনঃ

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার পাঁচটি ইউনিয়ন পরিষদ নির্বচনকে ঘিরে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। তফসিল ঘোষনার পর থেকে উপজেলার চম্পাপুর, ধানখালী, মিঠাগঞ্জ, বালিয়াতলী ও ডালবুগঞ্জ ইউনিয়নের প্রার্থীরা নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে শুরু করে।

রবিবার মনোয়ন পত্র দাখিলের শেষ দিন ৪ টা পর্যন্ত চেয়ারম্যান পদে ২১ জন, সংরক্ষিত নারী আসনে ৩৫ জন ও সাধারন আসনে ১৪৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

আওয়ামীলীগ,বাংলাদেশ ইসলামী শাসনতন্ত্র আন্দোলন (চরমোনারই) ও স্বতন্ত্র প্রার্থীরা উপজেলা নির্বাচন অফিসারের হাতে এ মনোনয়ন পত্র জমা দেন। তবে উপজেলার এ ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি মনোনীত কোন প্রার্থী মাঠে থাকছে না বলে জানা যায়।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, উপজেলার চম্পাপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে মোট ৬ জন, সংরক্ষিত নারী আসনে ১১ জন ও সাধারন আসনে ২৮ জন মনোয়ন পত্র জমা দেয়।

ধানখালী ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ জন, সংরক্ষিত নারী আসনে ৯ জন ও সাধারন আসনে ৩৩ জন মনোয়ন পত্র জমা দিয়েছে। মিঠাগঞ্জ ইউনিয়নে চেয়ারম্যান পদে মোট ৩ জন, সংরক্ষিত নারী আসনে ১৩ জন ও সাধারন আসনে ৩২ জন মনোয়ন পত্র জমা দেয়। বালিয়াতলী ইউনিয়নে চেয়ারম্যান পদে মোট ৪ জন, সংরক্ষিত নারী আসনে ৯ জন ও সাধারন আসনে ২৬ জন মনোয়ন পত্র জমা দেয়।

ডালবুগঞ্জ ইউনিয়নে চেয়ারম্যান পদে মোট ৩ জন, সংরক্ষিত নারী আসনে ৮ জন ও সাধারন আসনে ২৪ জন মনোয়ন পত্র জমা দেয়। উপজেলা নির্বাচন অফিসার মো. আব্দুর রশিদ বলেন, এ উপজেলার পাঁচটি ইউনিয়নের মনোয়ন পত্র জমা নেয়া শেষ হয়েছে।

সোমবার মনোয়ন পত্র বাছাই করা হবে। এছাড়া ২৭ ফেব্রুয়ারী প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন। আগামী ১৬ মার্চ পাঁচটি ইউনিয়নে ইভিএম পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে তিনি জানিয়েছেন।

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০