Pallibarta.com | করোনায় আরও ৫ জনের মৃত্যু, শনাক্ত ২৮৯ - Pallibarta.com

শনিবার, ২৭ নভেম্বর ২০২১

করোনায় আরও ৫ জনের মৃত্যু, শনাক্ত ২৮৯

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট ২৭ হাজার ৮২৮ জনের মৃত্যু হলো। গতকাল মারা গিয়েছিল ৯জন।

একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ২৮৯ জন। দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ১৫ লাখ ৬৭ হাজার ৯৮১ জন। এই ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪১৩ জন। মোট সুস্থের সংখ্যা ১৫ লাখ ৩১ হাজার ৭৪০ জন।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ২০ হাজার ৭৭৩ টি নমুনা পরীক্ষা হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে করোনা শনাক্তের হার এক দশমিক ৩৯ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে পুরুষ ২ জন ও নারী ৩ জন। এ সময় ঢাকায় ২, চট্টগ্রামে ২ ও খুলনায় ১ জন মারা গেছেন।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০