Pallibarta.com | করোনায় আটকে আছে ‘জ্বীন - Pallibarta.com

মঙ্গলবার, ২৬ অক্টোবর ২০২১

করোনায় আটকে আছে ‘জ্বীন

পূজা চেরি শিশুশিল্পী হিসেবে শোবিজ অঙ্গনে পা রাখলেও, এখন তিনি নায়িকা। এই অভিনেত্রী ‘জ্বীন’ সিনেমার শুটিং শেষ করেন ২০১৯ সালে। গত বছরের শুরুতে করোনার প্রকোপের কারণে সিনেমার মুক্তি অনিশ্চিত হয়ে পড়ে। নাদের চৌধুরী পরিচালিত সিনেমাটি কবে আলোর মুখ দেখবে জানেন না কেউ।

জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত এই সিনেমায় রোশান-পূজা ছাড়াও আরো অভিনয় করেন মুন, সুজাতা, বেবি, রফিক, নবী, হিরাসহ আরো অনেকে। প্রযোজনা প্রতিষ্ঠান থেকে জানা গেছে দেশের করোনা পরিস্থিতির কারণে অনেক সিনেমা হল বন্ধ হয়ে গেছে। অল্প কিছু সিনেমা হল খোলা থাকলেও দর্শক স্বল্পতা রয়েছে। যে কারণে সিনেমাটি মুক্তি দেয়া যাচ্ছে না।

সাইকো থ্রিলার গল্পের সিনেমা ‘জ্বীন’। সিনেমায় পূজা মোনালিসা চরিত্রে অভিনয় করেছেন। এতে দেখা যাবে তার ওপর জ্বীন ভর করেছে। এরপর ঘটতে থাকবে নানারকম ঘটনা।

শুধু ‘জ্বীন’ নয়, জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ‘ডিটেকটিভ’, ‘মাসুদ রানা’সহ কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষোয় রয়েছে। করোনা মহামারির কারণে এসব সিনেমা মুক্তি পাচ্ছে না বলে জানা গেছে।

ঢাকা/রাহাত সাইফুল

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১