Pallibarta.com | করোনার টিকা না নেয়ায় বন্ধু তালিকা থেকে বাদ............

সোমবার, ২০ সেপ্টেম্বর ২০২১

করোনার টিকা না নেয়ায় বন্ধু তালিকা থেকে বাদ

করোনার টিকা না নেয়ায় বন্ধু তালিকা থেকে বাদ

কয়েকদিন আগে হলিউড তারকা জেনিফার অ্যানিস্টন জানিয়েছেন, বন্ধু তালিকা থেকে বেশ কয়েকজনকে বাদ দিয়েছেন তিনি। আর বাদ দেয়ার কারণ, তারা করোনার টিকা গ্রহণ করেননি। বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় এই সিদ্ধান্তের পেছনের কারণ জানিয়েছেন অভিনেত্রী।

নিজে করোনার টিকা গ্রহণ করেছেন জেনিফার অ্যানিস্টন। তবুও সুরক্ষিত থাকতে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ইনস্টাগ্রাম স্টোরিতে অভিনেত্রী লিখেছেন, ‘আপনি যদি ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়ে থাকেন, তাহলে সেটা আমাকেও সংক্রমিত করতে পারে। আমি হয়তো অল্প অসুস্থ হবো, তবে হাসপাতালে হয়তো ভর্তি হতে হবে না, মৃত্যুও হয়তো হবে না। কিন্তু আমি এই ভাইরাস এমন একজনের মাঝে ছড়িয়ে দিতে পারি যিনি টিকা গ্রহণ করেননি। তার জীবন ঝুঁকিতে পড়তে পারে।’

গত মঙ্গলবার ইনস্টাইলে প্রকাশিত সাক্ষাৎকারে অ্যানিস্টন বলেছেন, ‘অনেকেই এখনও টিকা গ্রহণ করতে রাজি হচ্ছেন না। বিষয়টি লজ্জার। আমার সাপ্তাহিক রুটিন থেকে বেশ কয়েকজন বাদ পড়েছেন যারা টিকা গ্রহণ করতে চাননি। এটি দুর্ভাগ্যের। এটা মূল্যবোধের বিষয়। প্রতিদিন তো করোনা পরীক্ষা করানো সম্ভব নয়।’

জেনিফার অ্যানিস্টন ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট খুলেছেন ২০১৯ সালে। তার ফলোয়ারের সংখ্যা ৩৭ মিলিয়নের বেশি। বিবিসি

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০