কমলগঞ্জ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক করেছে ডিবি পুলিশ - Pallibarta.com

সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩

কমলগঞ্জ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক করেছে ডিবি পুলিশ

তথ্য প্রদান না করায় গোদাগাড়ী উপজেলা খাদ্য নিয়ন্ত্রকে অর্থদন্ড

শাহজাহান সাজু, মৌলভীবাজার প্রতিনিধিঃ

মৌলভীবাজারের কমলগঞ্জ রহিমপুর ইউনিয়নের শ্রীনাথপু থেকে ৬১৫ পিছ ইয়াবাসহ শুভ দাস(২৯) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা(ডিবি)।

শনিবার (১০ ডিসেম্বর) রাত ১১.২০ ঘটিকার সময় আসামির বসতবাড়ি থেকে তাকে আটক করা হয়।

জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই আজিজুর রহমান নাঈম, এএসআই শাহাবুদ্দিন সঙ্গীয় ফোর্স সহ বিশেষ অভিযান পরিচালনা করে আসামির বসতবাড়ি থেকে আসামিকে আটক করে। পরে তল্লাশি করে তার বসতঘরের ওয়ারড্রব থেকে তিনটি নীল রংয়ের পলিথিনে ৬০০ পিছ এবং সাদা রংয়ের পলিথিনে মোড়ানো অবস্থায় ১৫ পিস খয়েরি রংয়ের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার বাজারমূল্য প্রায় ১ লক্ষ ৮৪ হাজার ৫০০ টাকা।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মৌলভীবাজার সদর মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০