Pallibarta.com | কমতে পারে গরম, রাতে বৃষ্টির সম্ভাবনা - Pallibarta.com

বুধবার, ২৭ অক্টোবর ২০২১

কমতে পারে গরম, রাতে বৃষ্টির সম্ভাবনা

কমতে পারে গরম, রাতে বৃষ্টির সম্ভাবনা

কমতে পারে গরম, রাতে বৃষ্টির সম্ভাবনা ।
দেশে চলমান ভ্যাপসা গরমের প্রকোপ কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সেইসাথে রাতে ঢাকাসহ তিন বিভাগের বিভিন্ন স্থানে দমকা হাওয়ার পাশাপাশি বৃষ্টির শঙ্কা জানিয়েছে অধিদপ্তর।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) রাতে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানায়, সারাদেশে তাপমাত্রা কিছুটা কমতে পারে। দেশের বিভিন্ন স্থানে আকাশ মেঘলা থাকবে। খুব বড় কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে অনেক স্থানেই হালকা বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অফিস জানায়, আগামী ২৪ ঘণ্টা দেশের বরিশাল, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

তাপমাত্রার তথ্যে বলা হয়েছে, শুক্রবার সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বৃষ্টিপাতের তথ্যে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত রাজশাহীতে ২৯ মি.মি.। ঢাকায় বৃষ্টিপাত হয়েছে ১ মি.মি.। আগামী ৫ দিনে আবহাওয়া পরিস্থিতি সামান্য পরিবর্তন হতে পারে।
সিনপটিক অবস্থায় বলা হয়েছে, পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এটি পশ্চিম উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এদিকে দক্ষিণপশ্চিম মৌসুমি বায়ু দেশের উত্তরাঞ্চল থেকে বিদায় নিয়েছে। মৌসুমি বায়ু দেশের অন্যত্র কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল অবস্থায় বিরাজ করছে।

এদিকে, সিলেটে ৬৫ বছরে তাপমাত্রার রেকর্ড ভেঙেছে। ১৪ অক্টোবর (বৃহস্পতিবার) সিলেটে ৩৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এই রেকর্ড ১৯৫৬ সালের পর অক্টোবর মাসে সিলেটে সর্বোচ্চ রেকর্ড তাপমাত্রা।

সিলেট আবহাওয়া অফিসের জ্যৈষ্ঠ আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী জানান, জলবায়ুর পরিবর্তনের প্রভাবে সিলেটে তাপমাত্রায় বিরূপ প্রভাব পড়েছে। এমন পরিস্থিতি এর আগে কখনও হয়নি। কিন্তু গত কয়েকবছর থেকে ক্রমেই অক্টোবর মাসে সিলেটের তাপমাত্রা বাড়ছে।

তিনি বলেন, এই মাসের প্রথম দিকে বৃষ্টি হলেও তা স্বাভাবিকের তুলনায় ৩০/৩৫ শতাংশ কম হয়েছে। আর আগামী ১৮ ও ১৯ অক্টোবরের আগে সিলেটে বৃষ্টি হবার সম্ভাবনা কম।

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১