শনিবার, ২ ডিসেম্বর ২০২৩
মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী প্রতিনিধিঃ
বাংলাদেশ টেলিভিশন নোয়াখালী উপকেন্দ্রের অধীনে, নোয়াখালীর কবিরহাটে অবৈধ ক্যাবল অপারেটর প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আাদালত পরিচালনা করা হয়।
২৮ ফেব্রুয়ারী মঙ্গলবার বেলা ১২ টায় কবিরহাট উপজেলায় এ অভিযান পরিচালনা করা হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্র্যাট আহসান হাফিজের নেতৃত্বে রিয়াদ ক্যাবল নেটওয়ার্কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এই সময় প্রসিকউটর হিসেবে দ্বায়িত্ব পালন করেন বিটিভি নোয়াখালী উপকেন্দ্রের লাইসেন্স ইন্সপেক্টর আকরাম-উল-ইসলাম। বিটিভি নোয়াখালী উপকেন্দ্রের লাইসেন্স ইন্সপেক্টর আকরাম আরো বলেন উক্ত প্রতিষ্ঠানটি দীর্ঘ দিন ধরে সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে ক্যাবল ব্যবসা পরিচালনা করে আসছে। অবৈধ ক্যাবল নেটওয়ার্কের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত চলমান থাকবে।