Pallibarta.com | ওমিক্রনে যুক্তরাজ্যে ১২ জনের মৃত্যু - Pallibarta.com

সোমবার, ১৬ মে ২০২২

ওমিক্রনে যুক্তরাজ্যে ১২ জনের মৃত্যু

ওমিক্রনে যুক্তরাজ্যে ১২ জনের মৃত্যু

যুক্তরাজ্যে করোনার নতুন ধরন ওমিক্রনে এখন পর্যন্ত ১২ জন মারা গেছেন। সোমবার দেশটির উপ-প্রধানমন্ত্রী ডমিনিক রাব এ তথ্য নিশ্চিত করেছেন। ওমিক্রনে মৃত্যু বাড়লেও বড়দিনের আগে বিধিনিষেধ কঠোর করার কোনো চিন্তা সরকারের নেই বলে জানান তিনি।

ওমিক্রনে যুক্তরাজ্যে ১২ জনের মৃত্যু

তবে প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, জনগণের স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় যেকোনো সিদ্ধান্ত নেওয়া হতে পারে। এদিকে ওমিক্রন নিয়ন্ত্রণে বিশ্বের বিভিন্ন দেশে বড়দিনের অনুষ্ঠান বাতিলের পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।ব্রিটেনে ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে করোনার নতুন ধরন ওমিক্রন। এ পর্যন্ত দেশটিতে করোনার নতুন এই ধরনে মারা গেছেন বেশ কয়েকজন। গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন শতাধিক।ব্রিটিশ স্বাস্থ্য বিষেজ্ঞরা বলছেন, বর্তমানে যে হারে ওমিক্রন সংক্রমণ বাড়ছে, তা অব্যাহত থাকলে সামনে বড় আকারের মানবিক বিপর্যয় দেখা দিতে পারে।

এমন পরিস্থিতিতে ওমিক্রন নিয়ন্ত্রণে যেকোনো ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। সোমবার এক ভিডিও বার্তায় তিনি বলেন, জনস্বাস্থ্য ঝুঁকির মুখে পড়লে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হবে সরকার।ডমিনিক রাব বলেন, ওমিক্রন প্রতিরোধে আপাতত লকডাউন বা কঠোর বিধিনিষেধ আরোপের কোনো পরিকল্পনা সরকারের নেই। ভাইরাসটির বিষয়ে অনেক তথ্য এখনো অজানা। এ সম্পর্কে প্রকৃত তথ্য আসলেই কেবল ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

ওমিক্রনে যুক্তরাজ্যে ১২ জনের মৃত্যু

আর ওমিক্রন ঠেকাতে বড়দিন উদযাপনে নিয়ন্ত্রণ আরোপের পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সুইজারল্যান্ডের জেনেভায় নিয়মিত ব্রিফিংয়ে সংস্থাটির প্রধান বলেন, ডেল্টার চেয়েও দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে ওমিক্রন। এমনকি দুই ডোজ টিকা গ্রহণকারীরাও এই ভাইরাসে আক্রান্ত হচ্ছে বলে জানান তিনি।টেড্রোস আধানম বলেন, ডেল্টার চেয়েও দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে ওমিক্রন। এ বিষয়ে আমরা অনেকগুলো তথ্য-প্রমাণ পেয়েছি।

তবে ওমিক্রন সম্পর্কে বিস্তারিত জানতে আরো তথ্য দরকার। গবেষণা চলছে। আগামী দুই সপ্তাহের মধ্যে এই ভ্যারিয়েন্ট সম্পর্কে আরো বিস্তারিত জানা যাবে। কোনো কোনো ক্ষেত্রে ওমিক্রন প্রতিরোধে ভ্যাকসিন কাজ করছে না। এটি খুবই উদ্বিগ্নের বিষয়।ইউরোপের পাশাপাশি এশিয়ার দেশগুলোতেও ছড়িয়ে পড়ছে ওমিক্রন। বিশেষ করে ভারতের অবস্থা সবচেয়ে বেশি খারাপ। বড়দিনসহ নানা উৎসবের কারণে ভারতে আক্রান্তের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা দেশটির স্বাস্থ্য বিশেষজ্ঞদের।

গত নভেম্বরে দক্ষিণ আফ্রিকায় প্রথমবারের মতো শনাক্ত হয় করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন। এরপর দ্রুত গতিতে বিশ্বের অন্তত ৮৯টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এটি। আগের ধরনগুলোর তুলনায় ওমিক্রন অনেক বেশি সংক্রামক হলেও এটি কতটা গুরুতর অসুস্থতা তৈরি করে, তা এখনো নিশ্চিত নয়।

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১