রবিবার, ৪ জুন ২০২৩
বাংলাদেশ দলের টি-টোয়েন্টি দলে ওপেনিং জুটি নিয়ে সমস্যার শেষ নেই। একের পর এক নতুন সব ব্যাটারদের দিয়ে ইনিংস শুরু করার পরেও থিতু হতে পারছেন না কেউই। দীর্ঘদিন ধরে নিয়মিত ওপেনারদের এমন ব্যর্থতার পর এখন চলছে মেকশিফট দুই ওপেনার মেহেদি হাসান মিরাজ আর সাব্বির রহমানকে দিয়ে কাজ চালাতে হচ্ছে বাংলাদেশকে। তবে দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল বলছেন, মেকশিফট নয়, যারা ওপেন করে তাদের দিয়ে ওপেন করানো উচিত।
গতকাল শুক্রবার রাজধানীর অভিজাত হোটেলে এক অনুষ্ঠানে যোগ দিয়ে গণমাধ্যমের মুখোমুখি হন এই ওপেনার। সেখানে কথা বলার এক পর্যায়ে রোহিত শর্মার নাম টেনে তামিম বলেন সে বিশ্বের সেরা ওপেনার একসময় তো ওপেন করতো না। এ কারণে মিরাজ-সাব্বিরকে সময় দেওয়ার কথাও জানালেন এই অধিনায়ক।
তামিম বলেন, ‘আমার কাছে মনে হয় যারা ওপেন করে তাদের ওপেন করা উচিত। এটা আমার ব্যক্তিগত মত। কিন্তু এখানে যদি তাদের (টিম ম্যানেজমেন্টের) নিদিষ্ট কোনো পরিকল্পনা থেকে থাকে এটাকে আমি ভুল বলতে পারব না। ধরেন রোহিত শর্মা, ওয়ান অব দ্য গ্রেটেস্ট ওপেনার ইন দ্য হিস্ট্রি অব দ্য গেম। ও তো পাঁচ-ছয়ে ব্যাট করত। কিন্তু কেউ কি ভেবেছিল ও ওপেন করবে? এখন ২৫টার মতো সেঞ্চুরি (ওয়ানডেতে ২৯, টি-টোয়েন্টিতে ৪)। তাই আমি কাউকে দিয়ে হবে না বলে দিতে পারি না, মিরাজকেও না, সাব্বিরকেও না। তাদের সময় দেন।’
বাংলাদেশ দলের টি-টোয়েন্টির নতুন দায়িত্ব নিয়েছেন শ্রীধরন শ্রীরাম। যদিও এই কোচের সাথে কাজ করেননি এখনো তামিম। এ কারণে তামিম বলছেন, তার পরিকল্পনা বা মানসিকতা কী সেটা এখনো তিনি জানেন না।