Pallibarta.com | এমবাপ্পেকে হত্যার হুমকি - Pallibarta.com

সোমবার, ১৬ মে ২০২২

এমবাপ্পেকে হত্যার হুমকি

এমবাপ্পেকে হত্যার হুমকি

প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) ফরাসি সুপারস্টার কিলিয়ান এমবাপ্পেকে হত্যার হুমকি দেয়া হয়েছে। ফরাসি সংবাদমাধ্যম লে প্যারিসিয়েন জানিয়েছে, বন্ডি শহরে এমবাপ্পের ম্যুরালে গ্রাফিতি একে বার্তা দেয়া হয়েছে, ‘এমবাপ্পে, তোমার দিন শেষ হয়ে আসছে।’

তবে ঠিক কি কারণে এমবাপ্পেকে হত্যার হুমকি দেয়া হয়েছে সেটি স্পষ্ট নয়। পূর্ববর্তী কয়েকটি ঘটনার সঙ্গে এর যোগসূত্রতা থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। সম্প্রতি এক ভিডিওতে এমবাপ্পের প্রতি ভালোবাসা দেখায় ‘কামিলে’ নামে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত একটি ছোট্ট। ভিডিওতে ফরাসি তারকাকে পিএসজিতে থেকে যাওয়ার অনুরোধ জানায় কামিলে। যেটি টুইটারে ভাইরাল হয়। তবে সেখানে অনেকে অশালীন মন্তব্য করে কামিলের উদ্দেশ্যে। যেটি চোখে পড়ে এমবাপ্পের।

এর প্রতিবাদ জানিয়ে তিনি পোস্ট করেন, ‘আমার ছোট্ট কামিলে, তোমাকেও নতুন বছরের শুভেচ্ছা। যেভাবে লড়াই করে যাচ্ছো সেভাবেই লড়ে যাও। তুমি আমাদের জীবন নিয়ে শিক্ষা দিচ্ছো। একটি শিশুর প্রতি এমন বিদ্বেষপূর্ণ মন্তব্য… আমরা তো তলানিতে পৌঁছে যাচ্ছি। সবার বিবেক জাগ্রত হোক।’

ওই বার্তার পরেই এমবাপ্পের ম্যুরালে মৃত্যুর হুমকি দেয়া হয়েছে। তবে রাজনৈতিক কারণও থাকতে পারে। এমবাপ্পের সঙ্গে এরই মধ্যে কয়েকবার দেখা করেছেন বন্ডির মেয়র প্রার্থী সিলভাইন থমাসিন। চলতি মাসের শেষে মেয়র নির্বাচন হওয়ার কথা শহরটিতে। তার আগে এমবাপ্পের সঙ্গে ঘন ঘন সাক্ষাত করাটাকে ‘রাজনৈতিক প্রচারণা’ হিসেবে দেখছে অনেকে। ধারণা করা হচ্ছে, থমাসিন বিরোধীরা মৃত্যু হুমকি দিয়েছে এমবাপ্পেকে।

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১