এবার যে কারণে ট্রলের মুখে নোরা ফাতেহি - Pallibarta.com

বুধবার, ৭ জুন ২০২৩

এবার যে কারণে ট্রলের মুখে নোরা ফাতেহি

এবার যে কারণে ট্রলের মুখে নোরা ফাতেহি

আবারো ট্রলের শিকার হয়েছেন বলিউডের আইটেম কন্যা নোরা ফাতেহি। আর এবার তিনি ট্রলের শিকার হয়েছেন ভারতের জাতীয় পতাকা উল্টো করে ধরে। কাতারের দোহায় আল বিদা পার্কে ফিফা ওয়ার্ল্ড কাপের ফ্যান ফেস্টের মঞ্চে এ ঘটনা ঘটে।

দোহায় ফ্যান ফেস্টের মঞ্চে নোরা ফাতেহির ভিডিওতে পারফরম্যান্সের পর জাতীয় পতাকা ওড়াতে দেখা গেছে নোরাকে। ভুলবশত জাতীয় পতাকা উল্টো করে ধরে ফেলেন। সেখানে উপস্থিত নোরা ফাতেহিকে ‘জয় হিন্দ’ বলে স্লোগান দিতেও শোনা গেছে। আর এটিকে জাতীয় পতাকার অবমাননা বলেই মনে করছেন নেটিজেনরা।

নোরার ভিডিওর নিচে এসে নেটিজেনরা বিভিন্ন মন্তব্য করছেন। কেউ লেখেন, ‘তেরঙ্গা (ভারতের পতাকা) ঠিক সে ধরো’। আর একজন লিখেছেন, ‘ভারতীয় পতাকা উল্টো করে কেন ধরেছেন ম্যাডাম।’ কারোর মন্তব্য, ‘নাচ করতে গেছেন তো ওটাই করুন, জাতীয় পতাকার অবমাননা করবেন না।’

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০