এক-তৃতীয়াংশ লেনদেন ১০ কোম্পানির দখলে - Pallibarta.com

মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩

এক-তৃতীয়াংশ লেনদেন ১০ কোম্পানির দখলে

শেয়ারবাজার

বিদায়ী সপ্তাহে (১৬-২০ অক্টোবর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মোট লেনদেন হয়েছে ৫ হাজার ৮০১ কোটি ২৪ লাখ ৫০ হাজার ৪৬৫ টাকার শেয়ার ও ইউনিট। এর মধ্যে শীর্ষ লেনদেনের তালিকায় থাকা ১০ কোম্পানির লেনদেন হয়েছে ২ হাজার ৩৫ কোটি ৪৬ লাখ ৮২ হাজার টাকা। এই ১০ কোম্পানির লেনদেনের পরিমাণ ছিল মোট লেনদেনের ৩৫.০৯ শতাংশ। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

শীর্ষ লেনদেনের ১০ কোম্পানি হলো- বেক্সিমকো লিমিটেড, ইস্টার্ন হাউজিং, ওরিয়ন ফার্মা, আনোয়ার গ্যালভানাইজিং, জেএমআই সিরিঞ্জ, জেএমআই হসপিটাল, পেপার প্রসেসিং, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, কেডিএস এক্সেসরিজ এবং ওরিয়ন ইনফিউশন।

কোম্পানিগুলোর মধ্যে লেনদেনে শীর্ষস্থান দখল করেছে বেক্সিমকো লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৩ কোটি ৯ লাখ ৭২ হাজার ৯৯২টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৩৮৬ কোটি ৪১ লাখ ৭৫ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৬.৬৬ শতাংশ।

লেনদেন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ইস্টার্ন হাউজিং। সপ্তাহজুড়ে কোম্পানিটির ২ কোটি ৫৯ লাখ ১২ হাজার ৯০২টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৩৪৮ কোটি ৯৪ লাখ ৫৮ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৬.০২ শতাংশ।

তালিকার তৃতীয় স্থানে রয়েছে ওরিয়ন ফার্মা। সপ্তাহজুড়ে কোম্পানিটির ২ কোটি ৬৯ লাখ ৭১ হাজার ১২৬টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৩৩৫ কোটি ৫০ লাখ ২৩ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৫.৭৮ শতাংশ।

লেনদেনের চতুর্থ দখল করেছে আনোয়ার গ্যালভানাইজিং। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৪৩ লাখ ১২ হাজার ১০৩টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২১৬ কোটি ৬৬ লাখ ৫৯ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৩.৭৩ শতাংশ।

লেনদেনের পঞ্চম দখল করেছে জেএমআই সিরিঞ্জ। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৩০ লাখ ৮৪ হাজার ৩৯৬টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৫৪ কোটি ৪৬ লাখ ১৩ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ২.৬৬ শতাংশ।

লেনদেন তালিকার ষষ্ঠ স্থানে রয়েছে জেএমআই হসপিটাল। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১ কোটি ১৮ লাখ ৮২ হাজার ৩৪২টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৪৭ কোটি ৬৩ লাখ ৪৬ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ২.৫৪ শতাংশ।

তালিকার সপ্তম স্থানে রয়েছে পেপার প্রসেসিং। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৩৭ লাখ ৩৩ হাজার ৭০৩টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১১৪ কোটি ৫২ লাখ ৮২ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ১.৯৭ শতাংশ।

লেনদেন তালিকার অষ্টম স্থানে উঠে এসেছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৮১ লাখ ৯৫ হাজার ৬২২টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১১১ কোটি ৪৫ লাখ ৭৭ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ১.৯২ শতাংশ।
তালিকার নবমস্থানে রয়েছে কেডিএস এক্সেসরিজ। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১ কোটি ৩০ লাখ ৭৪ হাজার ১০৬টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১১০ কোটি ২০ লাখ ৫ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ১.৯০ শতাংশ।

ওরিয়ন ইনফিউশন লেনদেন তালিকার দশম স্থানে উঠে এসেছে। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১২ লাখ ৯ হাজার ৯৫০টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১০৯ কোটি ৬৫ লাখ ৪৪ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ১.৮৯ শতাংশ।

 

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১