Pallibarta.com | ‘একটু ধরেন’ বলেই হাসপাতালে শিশু ফেলে গেলেন নারী - Pallibarta.com

বুধবার, ১ ডিসেম্বর ২০২১

‘একটু ধরেন’ বলেই হাসপাতালে শিশু ফেলে গেলেন নারী

বাচ্চাটা একটু ধরেন, আমি আসতেছি’ বলেই সাত মাস বয়সী ছেলেশিশুকে হাসপাতালে এক নারীর কাছে দিয়ে চলে গেছেন আরেক এক নারী।

গাজীপুরের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আজ বুধবার বেলা সাড়ে ১১টায় শিশুটিকে রেখে যাওয়ার ঘটনাটি ঘটে। সন্ধ্যা সাতটা পর্যন্ত এক নারী শিশুটিকে নিজের বলে দাবি করেন। তবে সন্দেহ হওয়ায় তাঁকে শিশু দেওয়া হয়নি। শিশুটি বর্তমানে হাসপাতাল কর্তৃপক্ষের অধীনে আছে। সন্ধ্যা সাতটা পর্যন্ত শিশুর শারীরিক অবস্থা ভালো বলে জানিয়েছেন সেখানকার চিকিৎসা কর্মকর্তা আতাউল গনি।

আতাউল গনি ঘটনার বর্ণনা দিতে গিয়ে প্রথম আলোকে জানান, বেলা ১১টার দিকে হাসপাতালের বহির্বিভাগে রোগী দেখা হচ্ছিল। সেখানে রোগী দেখাতে আসা এক নারীর কাছে বাচ্চা রেখে চলে যান অজ্ঞাত এক নারী। দীর্ঘ সময় অতিবাহিত হলেও কেউ শিশুটিকে নিতে আসেননি। একপর্যায়ে শিশুটি কান্নাকাটি শুরু করলে ওই নারী কর্তব্যরত চিকিৎসককে শিশুটির বিষয়ে জানান। পরে ওই নারী কর্তব্যরত চিকিৎসকের কাছে শিশুটিকে হস্তান্তর করেন।

আতাউল গনি বলেন, ‘আমরা শিশুটিকে ভর্তি রেখেছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা প্রণয় ভূষণ দাস প্রথম আলোকে বলেন, ‘শিশুটি আমাদের কাছে আছে। কেউ দাবি করলে যাচাই–বাছাই করে দেখা হবে। তারপর সিদ্ধান্ত নেওয়া হবে।’

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১