বুধবার, ৭ জুন ২০২৩
মোঃ এনামুল হক (বিপ্লব), রাজারহাট কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুর উপজেলায় হানাদার মুক্ত দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ০৪-১২-২০২২ইং রোজ রবিবার দুপুরে উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা প্রশাসন এর আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) শোভন রাংসা। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাননীয় সংসদ সদস্য অধ্যাপক এম এ মতিন ২৭কুড়িগ্রাম-৩ উলিপুর। আরও বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এম ডি ফয়জার রহমান, সাবেক কমান্ডার যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, বীর মুক্তিযোদ্ধা সরকার ইসাহাক আলী, বীর মুক্তিযোদ্ধা রবিউস সামাদ প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন
সৈয়দা উম্মে হাবিবা পলি,প্রধান শিক্ষক উলিপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়।
উপস্থিত ছিলেন, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ তারিফুর রহমান সরকার, উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ এ এফ এম শাহরিয়ার তালুকদার, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবু সাঈদ সরকার সহ বীর মুক্তিযোদ্ধা ও শিক্ষার্থী বৃন্দ।