স্ত্রীর সাথে অভিমান করে যুবকের আত্নহত্যা - Pallibarta.com

রবিবার, ২৬ মার্চ ২০২৩

স্ত্রীর সাথে অভিমান করে যুবকের আত্নহত্যা

উলিপুরে স্ত্রীর সাথে অভিমান করে যুবকের আত্নহত্যা pallibarta.com

নিলয় রায়,উলিপুর,(কুড়িগ্রাম) প্রতিনিধি।

কুড়িগ্রামের উলিপুরে স্ত্রীর সাথে অভিমান করে গলায় ফাঁস দিয়ে মাসুদ রানা(২১) নামে এক যুবক আত্মহত্যা করেছে। শুক্রবার রাতে উপজেলার হাতিয়া ইউনিয়নের কামারটারী গ্রামে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের আইয়ুব আলীর ছেলে। তদন্তকারী কর্মকর্তা উলিপুর থানার এসআই আনিসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পরিবারের লোকজন, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার মাসুদ রানা একই উপজেলার ধামশ্রেনী ইউনিয়নের বাগচীর খামার গ্রামে শ্বশুর জাহিদুল ইসলামের বাড়িতে এসে স্ত্রী জান্নাতি বেগমকে বাড়ি নিয়ে যেতে চাইলে সে রাজি হয়নি। এরপর স্ত্রীকে রেখে অভিমান করে রাত ১০টার দিকে বাড়িতে চলে যায়। রাতের খাওয়া দাওয়া শেষে তার শয়ন ঘরে যায় । আজ শনিবার সকালে সে ঘুম থেকে না উঠায়, পরিবারের লোকজন ডাকাডাকি করে কোন সাড়াশব্দ না পাওয়ায় জানালার ফাঁক দিয়ে দেখতে পায় সে ঘরের আড়ার সাথে ফাঁসি দিয়ে ঝুঁঁলছে। পরিবারের লোকজনের চিৎকারে এলাকার লোকজন এসে ঝুঁলন্ত অবস্থা থেকে মাসুদ রানাকে নিচে নামিয়ে আনে। উলিপুর থানা অফিসার ইনচার্জ শেখ আশরাফুজ্জামান বলেন, পরিবারের লোকজনের কোন অভিযোগ না থাকায় স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১