রবিবার, ৪ জুন ২০২৩
নিলয় রায়,উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরে অসহায়, দুঃস্থ, প্রতিবন্ধী ও গরিব শীতার্তদের মাঝে ৫০০ কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার (০৭ ডিসেম্বর) বেলা ১২টায় পৌর শহরের নারিকেল বাড়ী পন্ডিত মহির উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে বসুন্ধরা গ্রুপের সহায়তায়, সরকার ট্রেড লিংক’র আয়োজনে শীত বস্ত্র বিতরণ করা হয়।
বিতরণ কালে উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবু সাঈদ সরকার, বসুন্ধরা গ্রুপের ডেপুটি ম্যানেজার জাহিদুল ইসলাম, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস ছাত্তার, পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিল আসাদুজ্জামান রাজু, বসুন্ধরা গ্রুপের এক্সিকিউটিভ অফিসার আজিজুর রহমান, সরকার ট্রেড লিংক’র স্বত্বাধীকারি রায়হানুল ইসলাম রনি, বিশিষ্ট ব্যবসায়ী ইউসুফ আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।