রবিবার, ৪ জুন ২০২৩
নিলয় রায়, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
উলিপুর উপজেলার অডিটোরিয়াম হলে ব্রহ্মপুত্র নদের উপর চিলমারী টু রৌমারী করিডোরে সেতু নির্মাণ প্রকল্পের ভূমি অধিগ্রহণ ও পুনর্বাসন প্রভাব নিরূপণ সম্পর্কিত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১১ টায় অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ এ মতবিনিময় সভায় প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে যথাক্রমে উপস্থিত ছিলেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জাকির হোসেন ও কুড়িগ্রাম ৩ আসনের মাননীয় সংসদ সদস্য এমএ মতিন। ভাইস চেয়ারম্যান আবু সাঈদ সরকার।
ব্রহ্মপুত্র নদের উপর সেতু নির্মাণের সম্ভাব্যতা যাচায়ে নিয়োজিত উচ্চ পর্যায়ের দেশি ও বিদেশীদের সমন্বয়ে গঠিত বিশেষজ্ঞ টিমের উপস্থিতিতে সেতুর প্রয়োজনীয়তা ও গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন স্থানীয় বিশিষ্টজন ও জনপ্রতিনিধিরা।