উলিপুরে করাত কলে দেহ থেকে শ্রমিকের হাত ও জিব্বাহ বিচ্ছিন্ন। - Pallibarta.com

মঙ্গলবার, ৬ জুন ২০২৩

উলিপুরে করাত কলে দেহ থেকে শ্রমিকের হাত ও জিব্বাহ বিচ্ছিন্ন।

উলিপুরে করাত কলে দেহ থেকে শ্রমিকের হাত ও জিব্বাহ বিচ্ছিন্ন

মোঃ এনামুল হক (বিপ্লব), রাজারহাট কুড়িগ্রাম প্রতিনিধিঃ

ছ-মিলে গাছ ফারানোর সময় করাতে পড়ে এক শ্রমিকের দেহ থেকে হাত ও জিব্বাহ বিচ্ছিন্ন হয়েছে।হ্নদয় বিদারক এ ঘটনাটি ঘটেছে কুড়িগ্রামের উলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়নের অনন্তপুর বাজারে।

জানা গেছে ওই ইউনিয়নের শ্যামপুর কুমার পাড়া গ্রামের দেবেশ্বরের পুত্র ইন্দ্রজিৎ প্রতিদিনের মত ২৮’নভেম্বর সোমবার শরিফুল ইসলাম সোহাগ এর ছ-মিলে কাজ করতে যায়।গাছ ফারানো সময় ওই শ্রমিক গাছের গুড়ি নিয়ে কারাতে চাপ দিতে গেলে পা পিচলে করাতে পড়ে যায়।মহুর্তের মধ্যে তার দেহ থেকে ডান হাত ও জিব্বাহ বিছিন্ন হয়ে যায়। উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়ে।

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০