উলিপুরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত - Pallibarta.com

সোমবার, ২ অক্টোবর ২০২৩

উলিপুরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

উলিপুরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত।

নিলয় রায়,উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
“দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ বিশ্ব” এই প্রতিপাদ্যে কুড়িগ্রামের উলিপুরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে। রবিবার দিবসটি উপলক্ষে বেলা ১২টায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি’র আয়োজনে, উপজেলা প্রশাসনের সহযোগিতায়, উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। পরে মানববন্ধন শেষ উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন’র সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবু সাঈদ সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান রিপা সরদার, মাধ্যমিক শিক্ষা অফিসার শাহ্ মো. তারিকুল ইসলাম।

উলিপুর মহিলা ডিগ্রি কলেজের সহকারি অধ্যাপক মিজানুর রহমান বিপ্লব এর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহাঙ্গীর আলম সরদার, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ফিরোজ আলম, সদস্য নুর আলম সিদ্দিকি, উলিপুর আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক ফেরদৌস কবির রানু প্রমুখ।
এ ছাড়াও বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষজন উপস্থিত ছিলেন।

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১