Pallibarta.com | ঈদ যাত্রার ১৫ দিনে ২৯৫ জনের মৃত্যু

রবিবার, ১৭ অক্টোবর ২০২১

ঈদ যাত্রার ১৫ দিনে ২৯৫ জনের মৃত্যু

ঈদুল আজহার আগে-পরের ১৫ দিনে দেশে সড়ক, রেল ও নৌপথে ২৬২টি দুর্ঘটনায় ২৯৫ জন নিহত হয়েছেন। এ সময়ে এসব দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৪৮৮ জন।

১৪ থেকে ২৮ জুলাই এই ১৫ দিন সময়ে অনলাইন, প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের তথ্যের ভিত্তিতে এ প্রতিবেদনটি তৈরি করেছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মনিটরিং সেলের সদস্যরা।

আজ শুক্রবার (৩০ জুলাই) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে ‘ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনা প্রতিবেদন-২০২১’ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় সংস্থাটি। তাদের দাবি, মহামারীকালের ঈদ যাত্রায় সড়কে দুর্ঘটনা ও মৃত্যুর সংখ্যা আগের ছয় বছরের চেয়ে বেড়েছে।

শুক্রবার সমিতি সংবাদ সম্মেলনে সংগঠনের মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী জানান, কোরবানি ঈদের আগে ও পরের ১৫ দিনে দেশের সড়ক ও মহাসড়কে ২৪০টি সড়ক দুর্ঘটনায় ২৭৩ জন নিহত ও ৪৪৭ জন আহত হয়েছেন। এদের মধ্যে সবচেয়ে বেশি প্রাণ গেছে মোটরসাইকেল দুর্ঘটনায়।

‘এই সময়ে রেলপথে ৯টি দুর্ঘটনায় ১১ জন নিহত ও ৫ জন আহত হয়েছেন। নৌপথে ১৩টি দুর্ঘটনায় ১১ জন নিহত ও ৩৬ জন আহত এবং ২১ জন নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে।’

প্রতিবেদনে জানানো হয়, এবার দুর্ঘটনার শীর্ষে রয়েছে মোটরসাইকেল। এবারের ঈদে ৮৭টি মোটরসাইকেল দুর্ঘটনায় ৯৩ জন নিহত ও ৫৯ জন আহত হয়েছেন, যা মোট সড়ক দুর্ঘটনার ৩৬ দশমিক ২৫ শতাংশ।

সংগঠনটির সড়ক দুর্ঘটনা মনিটরিং সেল প্রতি বছরের মত এবারও প্রতিবেদনটি তৈরি করেছে বলে জানান তিনি।

এর আগে ২৬ জুলাই সেফটি ফাউন্ডেশনের প্রতিবেদনে ঈদুল আজহা ঘিরে ১১ দিনে মোট ১৫৮টি সড়ক দুর্ঘটনায় ২০৭ জনের প্রাণহানি ও ৩৮৯ জন আহত হয়েছেন বলে তুলে ধরা হয়।

শুক্রবার যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব বলেন, ‘লকডাউনের কারণে মানুষের যাতায়াত সীমিত হলেও স্বল্পসময়ের জন্য গণপরিবহন চালু করায় সড়কে গণপরিবহনের পাশাপাশি ব্যক্তিগত যান বিশেষ করে প্রাইভেট কার, মাইক্রোবাস, মোটরসাইকেল, অটোরিক্সা-ব্যাটারিচালিত রিক্সা, ট্রাক-পিকআপ ও কাভার্ডভ্যানে একসাথে গাদাগাদি করে যাতায়াতের কারণে বিগত ৬ বছরের তুলনায় এবারের ঈদে সড়কে দুর্ঘটনা ও প্রাণহাণি দুটোই বেড়েছে।’

সংস্থাটি জানায়, এই ১৫ দিনে সড়কে দুর্ঘটনায় নিহতদের মধ্যে ৮৭ জন চালক, ৫৩ জন পথচারী, ২৭ জন নারী, ১৭ জন শিশু, ৯ জন শিক্ষার্থী, ৯ জন শিক্ষক, ১৬ জন পরিবহন শ্রমিক, ৩ জন রাজনৈতিক দলের নেতাকর্মী, ২ জন পুলিশ সদস্য, ১ জন সেনাবাহিনীর সদস্য, ১ জন বিজিবি সদস্য রয়েছেন।

যাত্রী কল্যাণ সমিতির মহাসচিবের অভিযোগ, ‘সরকার সড়কের অবকাঠামোর উন্নয়নে যতটা মনযোগী সড়ক নিরাপত্তায় ততটা উদাসীন। বিগত একযুগে সড়ক নিরাপত্তার কোনকিছুই আলোর মুখ দেখে নি। এরই মধ্যে বাস্তবায়নের আগেই সড়ক আইন আরও দুর্বল করার ষড়যন্ত্র চলছে। ফলে সড়কে মৃত্যুর মিছিল থামানো কঠিন হয়ে পড়েছে বলেও মন্তব্য করেন তিনি।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি তাওহীদুল হক লিটন, যুগ্ন মহাসচিব মনিরুল হক, প্রচার সম্পাদক আনোয়ার হোসেন। 

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১