বুধবার, ১৮ মে ২০২২
নাগরিক টিভি আসছে ঈদে বর্ণাঢ্য আয়োজন নিয়ে হাজির হচ্ছে। ঈদের সাতদিন নানা রকমের অনুষ্ঠানে চ্যানেলটি সাজবে আকর্ষণীয় সাজে। সাতদিনে একঝাঁক বিশেষ একক ও ধারাবাহিক নাটক উপভোগ করবেন দর্শকরা।
একক নাটকের মধ্যে ঈদের দিন রাত ১০টা ৫ মিনিটে প্রচার হবে বিশেষ নাটক ‘লাভ অ্যান্ড ওয়ার’। রচনা শফিকুর রহমান শান্তনু, পরিচালনা সৈয়দ শাকিল। ঈদের ২য় দিন রাত ১০টা ৫ মিনিটে প্রচার হবে বিশেষ নাটক ‘ভালোবাসার দুশমন’। পরিচালনা মাইনুল হাসান খোকন। অভিনয়ে আখম হাসান, জাকিয়া বারি মম, সজলসহ আরও অনেকে। ঈদের ৩য় দিন রাত ১০টা ৫ মিনিটে প্রচার হবে বিশেষ নাটক ‘এ সেপারেশন’। রচনা ও পরিচালনা মুসাফির সৈয়দ; অভিনয়ে মারজুক রাসেল ও মেহজাবীন।
ঈদের ৪র্থ দিন রাত ১০টা ৫ মিনিটে প্রচার হবে বিশেষ নাটক ‘যে কথা হয়নি বলা’। রচনা ও পরিচালনা বাবু সিদ্দিকী; অভিনয়ে ইরফান সাজ্জাদ ও চমক। ঈদের ৫ম দিন রাত ১০টা ৫ মিনিটে প্রচার হবে বিশেষ নাটক ‘লাল টিপ’। পরিচালনা দুর্জয় রাজু শামিম, অভিনয়ে তাসনুভা তিশা ও এলেন শুভ্র। ঈদের ৬ষ্ঠ দিন রাত ১০টা ০৫ মিনিটে প্রচার হবে বিশেষ নাটক ‘তুুমি আছো অন্তরে’। রচনা ও পরিচালনায় মো: নূরে আলম; অভিনয়ে মনোজ প্রামাণিক ও নাদিয়া নদী।
ঈদের ৭ম দিন রাত ১০টা ০৫ মিনিটে প্রচার হবে বিশেষ নাটক ‘সিকিউরিটি গার্ল। রচনা এন.ডি আকাশ, পরিচালনা মৃত্যুঞ্জয় সরদার উচ্ছাস; অভিনয়ে জামিল হোসাইন ও নিলাঞ্জনা নীলা।
এদিকে ধারাবাহিক নাটকের মধ্যে প্রচার হবে ঈদের দিন রাত ৭টা ৪৫ মিনিটে ‘লাভ সার্কেল’। রাত ৮টা ২০ মিনিটে প্রচার হবে বিশেষ ধারাবাহিক নাটক ‘ঘাটের মরা জেনারেল স্টোর’। রাত ৮টা ৫৫ মিনিটে প্রচার হবে বিশেষ ধারাবাহিক ‘হোম মিনিস্টিার’। রাত ৯টা ৩০ মিনিটে প্রচার হবে বিশেষ ধারাবাহিক ‘আজহার গাজী’ (শহিদুজ্জামান সেলিম-অহনা)। কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য নবীন হোসেন, পরিচালনা মাইনুল হাসান খোকন।
এই চারটি ধারাবাহিক ঈদের ৭ম দিন রাত পর্যন্ত একই সময়ে প্রচার হবে।