সোমবার, ১৬ মে ২০২২
পাবনা শহরের ইছামতী নদীর তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে স্থিতাবস্থা তুলে নিয়েছেন হাইকোর্ট। ফলে ইছামতি নদীর তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদে বাধা নেই বলে জানিয়েছেন রিটকারী আইনজীবী।
রোববার (২৪ এপ্রিল) হাইকোর্টের বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি মহিউদ্দিন শামীমের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আজ রিট আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ।