ইউক্রেনের জন্যে আইএমএফের ১৩০ কোটি মার্কিন ডলার ছাড়ের ঘোষণা - Pallibarta.com

শুক্রবার, ২ জুন ২০২৩

ইউক্রেনের জন্যে আইএমএফের ১৩০ কোটি মার্কিন ডলার ছাড়ের ঘোষণা

আন্তর্জাতিক অর্থ তহবিল (আইএমএফ) ইউক্রেনের জন্যে জরুরি সহায়তা হিসেবে শুক্রবার ১৩০ কোটি মার্কিন ডলার দেয়ার ঘোষণা দিয়েছে।

আইএমএফের এক বিবৃতিতে বলা হয়েছে, এই প্যাকেজ ইউক্রেনের অর্থ পরিশোধের জরুরি প্রয়োজন মেটাতে সক্ষম হবে। একই সঙ্গে ইউক্রেনের ঋণদাতা ও দাতাদের কাছ থেকে ভবিষ্যতের আর্থিক সহায়তার ক্ষেত্রে এ অর্থ অনুঘটকের ভূমিকা পালন করবে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি শুক্রবার আইএমএফের এ অর্থসহায়তার কথা জানিয়ে বলেছেন, এ অর্থ ইউক্রেনে আসবে। তিনি আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিভা ও নির্বাহী বোর্ডকে ধন্যবাদ জানান।

এদিকে জর্জিভা জানান, মূলনীতি গুলো অগ্রাধিকার মূলক ব্যয় এবং আর্থিক স্থিতিশীলতা সুরক্ষার জন্যে প্রস্তুত করা হয়েছে।

আইএমএফ ছাড়াও বিশ্বব্যাংক ইউক্রেনের জরুরি প্রয়োজন মেটাতে ৫৩ কোটি মার্কিন ডলার মঞ্জুর করেছে। এছাড়া একইদিনে মার্কিন কংগ্রেস ইউক্রেনকে সহায়তার জন্যে নতুন করে ১২.৩ বিলিয়ন মার্কিন ডলার অনুমোদন করেছে।

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০