ইউএনও’র হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ - Pallibarta.com

বুধবার, ৭ জুন ২০২৩

ইউএনও’র হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

পরিবার থেকে বিয়ের সকল আয়োজন সম্পূর্ণ, খাওয়া-দাওয়া শেষে বিয়ে পড়াবে এমন সময় বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ ও বর মাওলা (১৮) শ্রী ঘরে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গতকাল (৭ অক্টোবর) রাত সাড়ে ৮ টায়  বিরামপুর পৌর শহরের চকপাড়া (শাহিনপুকুর) মহল্লায় ৮ম শ্রেণিতে অধ্যয়নরত ছাত্রীর বিয়ের সকল আয়োজন সম্পূর্ণ, খাওয়া-দাওয়া শেষে কাজী বিয়ে পড়াবে এমন সময় বাল্যবিয়ের খবর পেয়ে থানা পুলিশকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে হাজির হন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পরিমল কুমার সরকার।

এসময় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও থানা পুলিশের উপস্থিতি টের পেয়ে বাড়ির পিছনের দরজা দিয়ে বর-কনে, বরযাত্রী ও কাজীসহ অনেকে পালিয়ে যায়। পরে কনের অভিভাবকের সাথে সুকৌশলে কথা বলে বর-কনেকে সেখানে হাজির করা হয়। উল্লেখ্য, কনের বয়স ১৪ বছর ও বর মাওলার বয়স ১৮ বছর।

পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বাল্যবিয়ের অপরাধে বরের ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান ও  অপ্রাপ্ত বয়সে মেয়ের বাল্যবিয়ে দেয়ার প্রস্তুতির অপরাধে কনের অভিভাবকের ৫ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিমল কুমার সরকার।

দণ্ডপ্রাপ্ত বর মাওলা (১৮) দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার সিংড়া ইউনিয়নের মগলিশপুর গ্রামের আব্দুল হামিদের ছেলে।

বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) নওয়াবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাল্যবিয়ের অপরাধে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পরিমল কুমার সরকার ভ্রাম্যমাণ আদালতে বরের ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান ও কনের অভিভাবকের ৫ হাজার টাকা অর্থদণ্ড করেন।

তিনি আরো জানান, শনিবার (৮ অক্টোবর)  সকালে কারাদণ্ড প্রাপ্ত বর মাওলাকে দিনাজপুর বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিমল কুমার সরকার জানান, বাল্যবিয়ের অপরাধে বরকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান  এবং কনের অভিভাবককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরো জানান, অত্র উপজেলায় কোনো কিশোর-কিশোরী যেনো বাল্যবিবাহের শিকার না হয়, সে জন্য প্রশাসনের পক্ষ থেকে কঠোর নজরদারি রাখা হচ্ছে। সেই সঙ্গে জনস্বার্থে এধরনের পদক্ষেপ অব্যাহত থাকবে।

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০