শুক্রবার, ২ জুন ২০২৩
চিকিৎসার জন্য ভারতে গিয়ে মৃত্যুবরণ করা আল আমিনের লাশ ফিরলো বাংলাদেশে। শুক্রবার চ্যাংড়াবান্ধা সীমান্তে তার লাশ ভারতের পক্ষ থেকে তুলে দেওয়া হয়েছে বাংলাদেশের হাতে।
জানা গেছে, কুড়িগ্রামের ভূরাঙ্গামারীর থানার শিলখুড়ি ইউনিয়নের ডুলপাড়া (আসাদ মোড়) গ্রামের আবু বক্করের পুত্র আল আমিন গুরুতর অসুস্থ হয়ে চিকিৎসার জন্য ভারতে এসেছিলেন। কিন্তু সেখানে তার মৃত্যু হয়। এরপরেই তার লাশ বাংলাদেশে ফিরিয়ে আনতে জটিলতা দেখা দেয়। তার মা মনজুয়ারা খাতুন সন্তানের লাশ নিয়ে অ্যাম্বুলেন্স গত বুধবার চ্যাংড়াবান্ধা চেকপোস্টে যান। চেকপোস্টে দায়িত্বে থাকা কর্মকর্তারা মৃতের প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় লাশটি বাংলাদেশে নিয়ে আসতে বাধা দেন। এমতাবস্থায় আল আমিনের মা প্রয়োজনীয় কাগজের জন্য হন্যে হয়ে বিভিন্ন জায়গায় যোগাযোগ করেও কোন সমাধান না হওয়ায় অসহায় অবস্থায় পড়েন। তিনি সন্তানের লাশ নিয়ে আসার জন্য বাংলাদেশ সরকারের হস্তক্ষেপ কামনা করেন। এরপর লাশটি ফেরত আনার উদ্যোগ নেন কুড়িগ্রাম জেলার আইনজীবী আব্রাহাম লিংকন। তিনি ভারতীয় হাইকমিশনসহ প্রয়োজনীয় বিভিন্ন দফতরে যোগাযোগ করেন।
‘কলকাতাস্থ বাংলাদেশ ডেপুটি হাইকমিশন ও ভারতীয় এক্সটার্নাল অ্যাফেয়ার্স ব্যুরোর এনওসি পাওয়া যায় বৃহস্পতিবার। ওই দিনই মৃত আল আমিনের মা এনওসি নিয়ে কলকাতা থেকে চ্যাংড়াবান্ধার পথে রওনা দেন। বুধবার সকাল ১১টার দিকে মৃত আল আমিনের লাশ বাংলাদেশে প্রবেশের অনুমতি মেলে। এই মানবিক আবেদনে সারা দিয়ে যারা অবদান রেখেছেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা।’