আমাকে একটু আমার মতো থাকতে দিন - Pallibarta.com

বুধবার, ৭ জুন ২০২৩

আমাকে একটু আমার মতো থাকতে দিন

বুবলী

দেশের সিনেপাড়ায় বর্তমানে সবচেয়ে আলোচিত নাম শবনম বুবলী। তবে তাকে নিয়ে আলোচনার কারণ অভিনয় কিংবা সিনেমা নয়। ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খানের সঙ্গে তার বিয়ে, সন্তান, সংসার নিয়ে নানা ঘটনা আলোচনায় তুলে আনছে। শাকিবের সঙ্গে বিয়ে হয়েছে জানানোর পর সংবাদমাধ্যম এড়িয়ে চলছেন এই তারকা।

বিষয়টি নিয়ে শাকিব একটি গণমাধ্যমে সাক্ষাৎকার দিলেও বুবলী মুখে কুলুপ এঁটেছেন। দুজনকে সংবাদকর্মীরা না পেলেও তারা নতুন সিনেমার ঘোষণা দিয়ে যাচ্ছেন সোশ্যাল মিডিয়ায়।

 

বুবলী জাকির হোসেন রাজুর ‘চাদর’ সিনেমা নিয়ে তার মন্তব্য পেতে সংবাদকর্মীরা ভিড় করছেন শুটিং সেটে। এর আগে শাকিব-বুবলী দুজনের বাড়ির সামনে গেলেও দেখা দেননি তারা।

এ প্রসঙ্গে একটি গণমাধ্যমে বুবলী বলেন, আমি কাজ নিয়ে ব্যস্ত। আপাতত কাজেই মন দিতে চাই। যা বলার তা তো আপনারা জেনেছেনই- আর কি বলব! আমার শুটিং সেটগুলোতে যেভাবে সবাই (সংবাদকর্মীরা) ভিড় করছে, তাতে নিজের কাছেই কেমন যেন লাগে! আমার যা বলার আমি কিন্তু আমার ফেসবুক থেকে জানিয়েছি। এখন এসব বিষয় নিয়ে নতুন করে কিছু বলার নেই। আমাকে একটু আমার মতো থাকতে দিন। ব্যক্তিজীবন নিয়ে প্রশ্ন করে আমাকে বিব্রত করবেন না।

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০