Pallibarta.com | আদালতের মালখানায় বিস্ফোরণ, নিহত ১ - Pallibarta.com

বুধবার, ২৭ অক্টোবর ২০২১

আদালতের মালখানায় বিস্ফোরণ, নিহত ১

আদালতের মালখানায় বিস্ফোরণ, নিহত ১

আদালতের মালখানায় বিস্ফোরণ, নিহত ১ ।
ঝিনাইদহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মালখানায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজন নিহত ও দুজন আহত হয়েছেন বলে জানা গেছে। রোববার (৩ অক্টোবর) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নুর আমিন নামের এক প্রত্যক্ষদর্শী বলেন, আমি আদালত ভবনের ৩ তলা থেকে নামছিলাম। হঠাৎ প্রচণ্ড শব্দ শুনে এখানে আসি। এসে দেখি প্রচুর ধোঁয়া। আর ভেতরে ৩ জন কাতরাচ্ছিল।

ঝিনাইদহ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হারুন অর রশিদ বলেন, হাসপাতালে আসার পর একজন মারা গেছেন। দুজন চিকিৎসাধীন রয়েছেন।

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১