আদর্শিক সাংবাদিকতার শ্রেষ্ঠ উদাহরণ অধ্যাপক মোহাম্মদ খালেদ- চট্টগ্রাম কলেজ প্রাক্তন ছাত্রলীগ পরিষদের স্মরণ সভায় বক্তারা - Pallibarta.com

সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩

আদর্শিক সাংবাদিকতার শ্রেষ্ঠ উদাহরণ অধ্যাপক মোহাম্মদ খালেদ- চট্টগ্রাম কলেজ প্রাক্তন ছাত্রলীগ পরিষদের স্মরণ সভায় বক্তারা

আদর্শিক সাংবাদিকতার শ্রেষ্ঠ উদাহরণ অধ্যাপক মোহাম্মদ খালেদ- চট্টগ্রাম কলেজ প্রাক্তন ছাত্রলীগ পরিষদের স্মরণ সভায় বক্তারা।

২২ ডিসেম্বর (বৃহস্পতিবার) সন্ধ্যায় চট্টগ্রাম কলেজ রেডবিল্ডিংস্হ কার্যালয়ে চট্টগ্রাম কলেজ প্রাক্তন ছাত্রলীগ পরিষদের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধুর বিশ্বস্ত সহচর, সংবিধান প্রণয়ন কমিটির অন্যতম সদস্য, সাংবাদিকতার পথিকৃৎ, সাবেক গণ পরিষদ সদস্য, দৈনিক আজাদীর সাবেক সম্পাদক অধ্যাপক মোহাম্মদ খালেদের ১৯ তম মৃত্যুবার্ষিকী স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি, চট্টগ্রাম মেট্টোপলিটন চেম্বারের সহ সভাপতি এ.এম.মাহবুব চৌধুরী।

এতে প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম দক্ষিণজেলা আওয়ামীলীগের সহ সভাপতি, কুয়েতের সাবেক রাষ্ট্রদূত আলহাজ্ব এস.এম.আবুল কালাম।

বিশেষ আলোচক ছিলেন চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামীলীগের উপদেষ্ঠা বীর মুক্তিযোদ্ধা ডাঃ সরফরাজ খান বাবুল।

স্বাগত বক্তব্য রাখেন পরিষদেের সাধারণ সম্পাদক মোঃ লিয়াকত আলী খান।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা হারুন আল রশিদ, পরিষদ নেতা আবদুর রহমান, অধ্যাপক ফজলুর রহমান, এড.আবদুল মান্নান চৌধুরী, এড.আবু নাসের চৌধুরী, প্রকৌশলী মোঃ শহীদুল আলম, ব্যাংকার একরাম হোসেন, অধ্যাপিকা নিশাত হাসিনা শিরিন, সিরাজুল হক, কাজী আবদুল হাই, খুরশিদ রোকেয়া, আবু বক্কর বক্কু, মোঃ আসিফ ইকবাল, মোঃ ইমতিয়াজ আহমেদ, আবু মোহাম্মদ আরিফ, অচিন্ত্য কুমার দাশ, নাছির উদ্দীন, হারুন গফুর ভুঁইয়া, আয়াত উল্লাহ, মোঃ দেলোয়ার হোসেন, মোঃ সাজ্জাদ উদ্দীন প্রমুখ।

দোয়া ও মুনাজাত করেন কাজী আবদুল হাই।

সভায় প্রধান আলোচক তার বক্তব্যে বলেন একজন সাদামনের নিরহংকারী মানুষ অধ্যাপক মোহাম্মদ খালেদ। একজন শুদ্ধ সাংবাদিকতার বাতিঘর হিসেবে তিনি সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব ছিলেন। একজন সফল রাজনীতিবিদ ছাড়াও পাশাপাশি দেশের গুণী সাংবাদিক, সম্পাদক হিসেবেও তিনি সর্বমহলে প্রশংসিত। অধ্যাপক মোহাম্মদ খালেদ বঙ্গবন্ধুর আদর্শকে বাস্তবায়নে রাজনীতির কঠিন সময়েও কাজ করে গেছেন।

সকল শ্রেণীপেশার মানুষের কাছে অধ্যাপক মোহাম্মদ খালেদ ছিলেন অনুকরণীয় ও অনুস্মরণীয়। রাজনীতিকে যারা গণমানুষের সেবার মাধ্যম মনে করে অধ্যাপক মোহাম্মদ খালেদ তাদের অন্যতম।

বিশেষ আলোচক তার বক্তব্যে বলেন অধ্যাপক মোহাম্মদ খালেদ আপাদমস্তক একজন পরিশুদ্ধ রাজনীতিবিদ ও সাংবাদিক ছিলেন।সাংবাদিক সমাজের বটবৃক্ষ হিসেবে অধ্যাপক মোহাম্মদ খালেদ জীবনের শেষ দিন পরিশুদ্ধ সাংবাদিকতার চর্চা করে গেছেন।

সভাপতি তার বক্তব্যে চট্টগ্রামের একজন অভিভাবক,আওয়ামী রাজনীতির একজন নিবেদনিত কান্ডারী হিসেবে আমাদের মাঝে যুগ যুগ বেঁচে থাকতে।

মহতি মনোভাব ও দেশপ্রেমিক কর্মের জন্য অধ্যাপক মোহাম্মদ খালেদ তাঁর মহতি ও সৃজনশীল কর্মের জন্য প্রজন্মের কাছে চিরস্মরণযোগ্য হয়ে থাকবে।

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০